জাতি আজ ঠিকই বঙ্গবন্ধুর আদর্শ লালন করে

এ কে এম এনামুল হক শামীম  
ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় একদিন ১৫ আগষ্ট। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এইদিন অতিপ্রত্যুষে ঘটেছিল ইতিহাসের সেই কলঙ্কজনক ঘটনা। সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সৈনিকের হাতে সপরিবারে প্রাণ দিয়েছিলেন বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই নৃশংস হামলার ঘটনায় আরো যারা প্রাণ হারিয়েছিলেন তারা হলেন : বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের ও কর্নেল জামিল, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকে।

আগস্ট মাসটি তাই বাংলাদেশের মানুষের কাছে শোকের মাসে পরিণত হয়েছে। খুনীরা ভেবেছিলো বঙ্গবন্ধু কে হত্যা করলে তার আদর্শকে হত্যা করা যাবে কিন্তু তাদের সেই ধারনা সম্পূর্ন ভুল প্রমাণিত হয়েছে। জাতি আজ ঠিকই বঙ্গবন্ধুর আদর্শ লালন করেন। আর যারা সেদিনের নির্মম হত্যাকারী জাতি তাদের ঘৃণা করেন।
 
পরিচিতি : সাংগঠনিক সম্পাদক,আওয়ামী লীগ 

SUMMARY

489-1.png