বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত ব্যক্তিদের উক্তি


১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নিমর্মভাবে হত্যা করা হয়। বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু আজীবন যে লড়াই সংগ্রাম করে গেছেন। সেজন্য তিনি কাল থেকে কালান্তরে ইতিহাসের চেতনায় আজীবন বেঁচে থাকবেন। ব্যক্তিত্ব ও সাহসে তিনি ছিলেন হিমালয়ের সমান। পৃথিবীর বিখ্যাত মানুষগুলো গভীরভাবে উপলদ্ধি করতে পেরেছিলেন এই মহানায়ককে।

শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারাল তাদের একজন মহান নেতাকে, আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে।
— ফিদেল কাস্ত্রো।
 
আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট।
— ইয়াসির আরাফাত।

শেখ মুজিব নিহত হবার খবরে আমি মর্মাহত। তিনি একজন মহান নেতা ছিলেন। তার অনন্য সাধারণ সাহসিকতা এশিয়া ও আফ্রিকার জনগণের জন্য প্রেরণাদায়ক ছিল।
— ইন্দিরা গান্ধী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর।
— সাদ্দাম হোসেন।

শেখ মুজিবুর রহমান ভিয়েতনামী জনগণকে অনুপ্রাণিত করেছিলেন।
— কেনেথা কাউ-া।

বঙ্গবন্ধুর হত্যাকা-ে বাংলাদেশই শুধু এতিম হয়নি বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে।
— জেমসলামন্ড,ইংলিশ এম পি।

আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের মত তেজী এবং গতিশীল নেতা আগামী বিশ বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না
— হেনরি কিসিঞ্জার।

শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না, কিন্তু তাঁকে সেই পথে যেতে বাধ্য করা হয়।
— নওয়াজ শরীফ।

বঙ্গবন্ধু সর্বকালের সাহসী নেতা।
— প্রণব মুখার্জি।

SUMMARY

483-1.jpeg