জাফর ওয়াজেদ
বঙ্গবন্ধুকে হত্যার পর রাজাকার পুনর্বাসনকারি সরকারপ্রধান জেনারেল জিয়ার কাছে হাজির খান আতা, আমজাদ হোসেনসহ সিনেমা জগতের পরিবেশক, প্রযোজকদের একটি দল। তারা সিনেমা হতে শেখ মুজিবের নাম মুছে ফেলার প্রস্তাব করলে জান্তা জিয়া তা লুফে নেন। তথ্য সচিব এবিএম গোলাম মুস্তফা দ্রুত কার্যকর করার পদক্ষেপ নেন। যেসব ছবিতে বঙ্গবন্ধুর পোট্রেট রয়েছে তা মুছে ফেলা হলো-সংলাপে বঙ্গবন্ধুর নামও বাদ দেওযা হল।
৭২ হতে ৭৫ সময়ে নির্মিত প্রায় চলচ্চিত্রে বঙ্গবন্ধুর পোট্রেট থাকতো। ৭৬-এর পর সে সব ছবি হতে শেখ মুজিবের ছবিতে কালি লেপন করা হয়। এর প্রতিবাদে সংবাদপত্রে বিবৃৃৃৃতি দেন সন্তোঘ গুপ্ত. আলতাফ মাহমুদ,অভিনয়কুমার দাস,আলমগীর কবির,কবির আনোয়ার, আলমগীর কুমকুম, নায়ক ফারুক, খোন্দকার মোজাম্মেল প্রমুখ।