দৈনিক ইত্তেফাক ও দৈনিক আজাদী পত্রিকা থেকে সংবাদসমূহ সংগ্রহ করেছেন গবেষণা কেন্দ্র ও গণঅধিকার চর্চা কেন্দ্রের কর্মী আলমগীর রুমি, জয়নুদ্দিন জয়, বেলাল হোসেন ও শাহীনুর আলম।
২৭/৫/৭২ : যত্রতত্র বাড়িঘর নির্মাণ বন্ধ করুনÑবঙ্গবন্ধু। বিনা অনুমতিতে যেসব বাড়ি-ঘর নির্মিত হয়েছে তা অবিলম্বে খালি করে দিতে হবে। জরুরী অবস্থা ঘোষণা করে বঙ্গবন্ধুর হাতে সর্বময় ক্ষমতা দানের দাবি জানিয়েছে শ্রমিকলীগ সভাপতি ও সম্পাদক মো. শাহজাহান ও আবদুল মান্নান। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস পরিষদ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রচনা করবে।
আর্জেন্টিনার স্বীকৃতি। যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের নিজস্ব ব্যাপারÑইন্দিরা গান্ধী। দেশের জন্য ১০ লক্ষ টন খাদ্য প্রয়োজন। নারী পুনর্বাসনে সুইডিশ সংস্থা ৪০ হাজার টাকা দিয়েছে, ৩০ লক্ষ টাকা দিবে। বিধ্বস্ত রানওয়ের কারণে ঢাকা বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে বাতিল। ব্যাবসা-বাণিজ্য মহল ট্রেডিং কর্পোরেশন পুনর্গঠনের সুপারিশ করেছে। বেতন নিয়ন্ত্রণে জাতীয়করণকৃত ও বেসরকারি প্রতিষ্ঠান আদেশ জারীÑ১ হাজার পর্যন্ত সব পাবেন, ১ হাজার টাকার উপর হলে ১০% কম পাবেন, এইভাবে বেতনের উপর নির্ভর করে ২০% পর্যন্ত কাটতে হবে। ডাকসুর বিজয়ী ছাত্র ইউনিয়ন নেতারা বঙ্গবন্ধুর সাথে দেখা করেছেন। কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড ও বাংলা একাডেমি একত্রীভুত। তিন জেলায় খাদ্যমূল্যের উর্ধগতি প্রতিরোধ। চট্টগ্রাম ও চালনায় ৯১ হাজার টন খাদ্যশস্য যানবাহনের অভাবে সরবরাহ বিঘিœত হচ্ছে। সাম্প্রতিক বন্যা ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জের ভাটি এলাকাকে দুর্ভিক্ষপীড়িত এলাকা ঘোষণা করার দাবি। লাঙ্গলকোটে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যূত। ময়মনসিংহে রেলওয়াগন ও ২ গৃহ থেকে ২ লক্ষ টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার। ময়সনসিংহে চোরাই পাখাসহ গ্রেফতার ৩। যশোরে এক প্রধান শিক্ষক খুন। বরিশালের গ্রামে ডাকাতি। সোনারগাও ডাকাতের হাতে ৫ নিহত। বায়তুল মোকাররমে রবের সভাপতিত্বে বাস্তুহারাদের সভার দাবিÑবাস্তুহারাদের বাসস্থান ও রিলিফ দিতে হবে। সমাজবিরোধী চক্রেরস মোকাবেলা করুনÑমনসুর আলী। গণকমিটি গঠনের মাধ্যমে বিধ্বস্থ গৃহাদি পুননির্মাণ করুনÑকামারুজ্জামান। নীতিজ্ঞানহীন ব্যবসায়ীদের কারণে দ্রব্যমূল্য বাড়ছেÑজিল্লুর রহমান। এই সরকার জনগণের সরকারÑমোহাম্মদউল্লাহ।
রব গ্রুপ ছাত্রলীগের ১৫ দফার বিরোধিতায় নুরে আলম সিদ্দিকি, আবদুল কুদ্দুস মাখন ও ইসমত কাদির গামা সিদ্দিকি গ্রুপ ছাত্রলীগ : দেশে জরুরী অবস্থা ঘোষণা করতে, গণপরিষদ ও মন্ত্রিসভা ভেঙ্গে দেয়ার চটকদার দাবি জাতির আশা-আকাক্সক্ষা নস্যাতের চক্রান্ত, এটা বাংলার মানুষের আশা-আকাক্সক্ষা নস্যাৎ করবে। যখন সব ধরনের দুষ্কৃতিকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে তখন এই ধরনের বিবৃতি বঙ্গবন্ধুর প্রতি অনাস্থার চিহ্ন। এরা মার্কিন ও চীনাদের নির্দেশমতোই এটা করছে। বিবৃতিতে এদের কীট বলে উল্লেখ করা হয়। বঙ্গবন্ধুকে এইসব দাবির প্রতি কর্ণপাত না করার আহ্বান জানানো হয়। ফেসবুক থেকে
২৮/৫/৭২ ব্রিটিশ সরকার প্রদত্ত ৯শ টন নির্মাণ সামগ্রী নিয়ে ভারতীয় জাহাজের চট্টগ্রাম উপস্থিতি। চোরাকারবার, মজুতদারীর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান সত্ত্বেও দ্রব্যমূল্য কমছেনা দ্রব্যমূল্যের উর্ধগতির পিছনে কারণ, মুদ্রাষ্ফীতি, অর্থ সংক্রান্ত অচলাবস্থা ও দুরাবস্তা, মুক্তিযুদ্ধকালে হানাদাররা যুদ্ধাবস্থার অর্থনীতি ও যুদ্ধাবস্থার অর্থনৈতিক সংস্থান কর্মসূচি চালু করেছিল, কিন্তু সে মেধা তাদের ছিল না, তারা কাগুজে নোট ছাপিয়ে স্বর্ণ জমা ছাড়াই বাজারে ছাড়ে, সেই নোট সেনাদের এবং দালালদের কাছে যায় ও ব্যাংকে যায়, পাকিস্তানিরা পলাবার আগে এই টাকা দিয়ে বিপুল দ্রব্য ক্রয় করে, প্রতিবেশী দেশের লোকরাও প্রচুর ক্রয় করে, বাজারে জিনিষপত্র কমে যায়…। ৮ জুন থেকে সিদ্দিকি ছাত্রলীগের সামাজিক শত্রুদমন পক্ষ পালনের সিদ্ধান্ত। ছাত্রলীগ (সিদ্দিকি) স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের সিদ্ধান্ত। জিল্লুর রহমান ঢাকা নগর আ.লীগের কমিটি ঘোষণা করেছেন। তাঁতিদের জরুরি ভিত্তিতে সুতা সরবরাহের আবেদন। চট্টগ্রামের দ.হালিশহর রিলিফ কমিটির চেয়ারম্যান অপসারিত। নোয়াখালীতে চোরাই ট্রাক উদ্ধার। ঢাকা শহরে পানির অভাব। খুলনায় কলেরায় ৭২, বসন্তে ২২৫ মৃত। কুমিল্লর পল্লীতে ডাকাতি। রেশন দোকান সমূহে সীমাহীন দুর্নীতির অভিযোগ। গরীব মানুষের জন্য স্বাধীনতাÑশাহ মুয়াজ্জম। কুমিল্লায় ভাসানীÑঐক্যবদ্ধভাবে দুষ্কৃতিকারীদের মোকাবেলা করুন। গণপরিষদের অধ্যক্ষের আহ্বান-বঙ্গবন্ধুর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলুন। নিয়ন্ত্রিত মূল্যে খাদ্য সরবরাহ করুনÑনিজামপুর কলেজ শিক্ষক সমিতি।
ছাত্রলীগ সিদ্দিকি গ্রুপের কর্মসূচি ও দাবি:
*শাজাহান সিরাজকে বহিষ্কার
*দুর্নীতিবাজ এমসিদের বিচার, এমসিএদের এলাকায় থাকতে বাধ্য করা,
*সকল সরকারি দফতরের ঘুষ-দুর্নীতি বন্ধের জন্য, যথাসময়ে অফিসে হাজির হতে বাধ্য করার জন্য সকল সরকারি দফতর, বেসরকারি দফতর, থানায়, রিলিফ দফতরে স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ,
*কালোবাজারি, মজুতদার চোরাচালান বিরোধী অভিযানে প্রশাসনকে সহায়তা করা, মজুতকৃত খাদ্যদ্রব্য খুঁজে বের করে ন্যায্যমূল্যে রেশনের মাধ্যমে জনগণের কাছে বণ্টন করা,
*এজেন্সি পারমিট লাইসেন্স বাতিল করে ক্রেতা সমবায় বিপণিবিতান করে সেইগুলির মাধ্যমে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক বাহিনীর সহায়তায়, রেশনে নিয়ে ব্যবহার্য দ্রব্যাদি বণ্টনের ব্যবস্থা করা।
* রিলিফ আত্মস্যাৎকারীদের গ্রেফতার করে রিলিফ বন্ঠন কেন্দ্র সমুহে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক নিয়োগ করা,
রিলিফ আত্মস্যাৎ কারী, মুনাফাখোর মজুতদার, ঘুষখোর ও কাজে গাফেলতিকারী সরকারি কর্মচারীদের বিশেষ আদালতে বিচার করা,
*টেস্ট রিলিফের টাকা অপচয় বন্ধে ছাত্রলীগ কর্মীদের গঠনমুলক কাজে অংশ নেয়া,
চুরি ডাকাতি বন্ধে মহল�্া গ্রামে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক বাহিনীর টহলদান, সীমান্ত চোরাচালান বন্ধে ছাত্রলীগ স্বেচ্চাসেবীদের টহলদান,
* দেশের সর্বত্র পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু,
* মুজিববাদের আদর্শকে ঘরে ঘরে পৌঁছানো,
*ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি সংগঠনের সহায়তা কামনা।
******রব ছাত্রলীগের দাবি সমূহের বিপরীতে সিদ্দিকি ছাত্রলীগের এইসব দাবিতেও সরকারকে সহায়তায় মুক্তিযোদ্ধা, কৃষক শ্রমিকের ঠাই হয়নিযদ্রি সিদ্দিকি ছাত্রলীগ নেতাদের সবাই মুক্তিযোদ্ধা ছিলেন। বঙ্গবন্ধুর হাতে সর্বময় ক্ষমতা অর্পণের দাবি ও গণপরিষদ, মন্ত্রীসভা ভেঙ্গে দেয়ার দাবি ছাড়া রব ছাত্রলীগের দাবির সাথে সিদ্দিকি ছাত্রলীগের দাবির বেশ সাদৃশ্য রয়েছে। চলবে।