বঙ্গবন্ধুর স্মৃতিভরা গেন্জির গল্প


সামসুদ্দিন আহমেদের ফেসবুক থেকে
ঘটনাটা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর মুখে শোনা। জেলহত্যার সময় আমুও জাতীয় চার নেতার সঙ্গে কারাগারে ছিলেন। আমু প্রায়শই এম মনসুর আলীর কাছে গিয়ে গল্প করে সময় কাটাতেন। একদিন মনসুর সাহেব তার স্যুটকেস থেকে একটি গেন্জি বের করে দেখিয়ে আমুকে বললেন ‘ জানো এটা কার?’ আমু বললেন ‘ না, জানি না।’ মনসুর সাহেব বললেন ‘একদিন আমি বঙ্গবন্ধুর বাড়িতে যাওয়ার পর চা খাচ্ছিলাম, চা পড়ে আমার পায়জামা-পান্জাবী নষ্ট হয়ে যায়। তখন বঙ্গবন্ধু তার একটি পায়াজামা, পান্জাবী ও গেন্জি এনে দিয়ে আমাকে পরতে বললেন।

আমি পরলাম। পরে বঙ্গবন্ধুর পায়জামা ও পান্জাবী ধুয়ে ইস্ত্রী করে ফেরৎ দিয়েছিলাম, আর ভাবলাম বঙ্গবন্ধুর গেন্জিটা স্মৃতিস্বরূপ রেখে দিই। এই সেই গেন্জি।’ আমির হোসেন আমু বললেন, নেতার প্রতি কতটা শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা থাকলে এটা করা সম্ভব, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি মোশতাক যখন জাতীয় চার নেতাকে জেলে নেয় তখন জেলে যাওয়ার সময় মনসুর সাহেব পরম যত্নে বঙ্গবন্ধুর সেই গেন্জিটি নিজের স্যুটকেসে ভরে নিয়েছেন। আজ জেল হত্যা দিবস। নীতি-আদর্শে আজীবন অটল থাকা চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা।

SUMMARY

458-1.jpg