শাহ আবদুর রাজ্জাক

ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধুর সহচর প্রবীণ রাজনৈতিকনেতা এবং রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ আবদুর রাজ্জাক ১৯৩৩ সালে তিনি রংপুরের পীরগাছা উপজেলার চালুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষকতার পেশা নিয়ে তিনি জীবন শুরু করেন। তার রাজনীতির হতে খড়ি ১৯৪৬ সালে কোচবিহারের দিনহাটায়। তিনি মুসলিম লীগের কনিষ্ঠতম সদস্য ছিলেন। রংপুর অঞ্চলে ৬ দফা আন্দোলনের নেতৃত্বদানকারী শাহ আব্দুর রাজ্জাক ১৯৭০ সালে আওয়ামী লীগের গণ পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে দেশ স্বাধীনের জন্য মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি ১৯৮৬ সালে রংপুরের পীরগাছা-কাউনিয়ার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। শাহ আব্দুর রাজ্জাক অনেক বরেণ্য মানুষের সাহচর্যে আসেন। তিনি শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারতের সাবেক রাষ্ট্রপতি ভিপি গিরি, সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ বরেণ্য মানুষের সাথে কাজ করেছেন। 

বার্ধক্যজনিত কারণে ১২ মার্চ ২১৮ রংপুরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।  রংপুরের পীরগাছা উপজেলার চালুনিয়া গ্রামে  রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে শাহ আবদুর রাজ্জাক দাফন করা হয়।

SUMMARY

419-1.jpg