তোফায়েল আহমেদ
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস গণহত্যা শুরু হয়। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই আমরা কয়েকজন ২৯ মার্চ কেরানীগঞ্জ থেকে দোহার-নবাবগঞ্জ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, সারিয়াকান্দি, বগুড়া হয়ে ৪ এপ্রিল ভারতের মাটি স্পর্শ করি এবং বঙ্গবন্ধুর দেওযা ঠিকানা 'সানি ভিলা'য় আশ্রয় নিই। এখানেই আমাদের সঙ্গে দেখা করতে আসেন জাতীয় নেতা তাজউদ্দীন আহমদ এবং ব্যারিস্টার আমীর-উল ইসলাম।
এরপর তাজউদ্দীন ভাইয়ের সঙ্গে সীমান্ত অঞ্চল পরিদর্শন করেছি। একটি বিশেষ প্লেনে তাজউদ্দীন ভাই, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, শেখ ফজলুল হক মনি ভাই এবং আমি যখন শিলিগুড়ি পৌঁছাই, তখন পূর্বাহেপ্ত ধারণকৃত তাজউদ্দীন ভাইয়ের বেতার ভাষণ শুনলাম। বাংলার মানুষ তখন মুক্তিযুদ্ধের প্রশ্নে আপসহীন, এক কাতারে দণ্ডায়মান। ১০ এপ্রিল জাতীয় ও প্রাদেশিক পরিষদে নবনির্বাচিত সদস্যদের সমন্বয়ে 'বাংলাদেশ গণপরিষদ' গঠন, মেহেরপুরের বৈদ্যনাথতলাকে 'মুজিবনগর' নামকরণ করে রাজধানী ঘোষণা করা হয় এবং জারি করা হয় 'স্বাধীনতার ঘোষণাপত্র' তথা ÔProclamation of Independence। স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধু কর্তৃক ঘোষিত স্বাধীনতার ঘোষণাকে অনুমোদন করা হয়; 'স্বাধীনতার ঘোষণাপত্র'-এই সাংবিধানিক দলিলটির মহত্তর বৈশিষ্ট্য হচ্ছে আমরা 'বাংলাদেশ গণপরিষদ' সদস্যরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, 'আমাদের এই স্বাধীনতার ঘোষণা ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬শে মার্চ হইতে কার্যকর বলিয়া গণ্য হইবে।' জাতীয় মুক্তিসংগ্রামের ঐতিহাসিক ধারাবাহিকতা অনুসারে বলতে হয়, 'স্বাধীনতার ঘোষণাপত্র' আমাদের মুক্তিযুদ্ধকালীন সনদ। এই সনদ মোতাবেক স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা ও সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগরে। বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণে উপস্থিত থাকার জন্য ১৬ এপ্রিল গভীর রাতে-মনি ভাই, সিরাজুল আলম খান ভাই, আবদুর রাজ্জাক ভাই এবং আমি-মুজিব বাহিনীর চার প্রধান, নবগঠিত সরকারের সফরসঙ্গী হিসেবে কলকাতা থেকে গাড়িতে রাত ৩টায় রওনা করি সীমান্ত সন্নিহিত মেহেরপুরের বৈদ্যনাথতলা তথা স্বাধীন বাংলাদেশের রাজধানী মুজিবনগরের উদ্দেশে। আমাদের সঙ্গে দেশি-বিদেশি অনেক সাংবাদিক। মেহেরপুরসহ আশপাশের এলাকা থেকে প্রচুর লোকসমাগম হয়েছিল। মুহুর্মুহু 'তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব' এবং 'জয় বাংলা' রণধ্বনিতে আকাশ-বাতাস তখন মুখরিত। আন্তর্জাতিক বিশ্ব বিস্ময়ের সঙ্গে প্রত্যক্ষ করছিল নবীন এক গণতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভবকালীন দৃশ্যপট। দিনটি ছিল শনিবার। সকাল ১১টা ১০ মিনিটে পশ্চিম দিক থেকে শীর্ষ নেতৃবৃন্দ দৃপ্ত পদক্ষেপে মঞ্চের দিকে এলেন। শপথ অনুষ্ঠানস্থলে একটি ছোট্ট মঞ্চ স্থাপন করা হয়েছিল। ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম প্রথমে মঞ্চে আরোহণ করেন। ঝিনাইদহের এসডিপিও মাহবুবউদ্দিন আহমেদের (এসপি মাহবুব, বীরবিক্রম) নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি সশস্ত্র দল রাষ্ট্রপ্রধানকে 'গার্ড অব অনার' প্রদান করে। এরপর মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ এবং প্রধান সেনাপতি কর্নেল ওসমানী। উপস্থিত স্বেচ্ছাসেবকরা পুষ্পবৃষ্টি নিক্ষেপ করে নেতৃবৃন্দকে প্রাণঢালা অভ্যর্থনা জ্ঞাপন করেন। সরকারের মুখপত্র 'জয় বাংলা' পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি আবদুল মান্নান, এমসিএর উপস্থাপনায় শপথ অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই নতুন রাষ্ট্রের ঐতিহাসিক সনদ 'স্বাধীনতার ঘোষণাপত্র' পাঠ করেন চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। আকাশে তখন থোকা থোকা মেঘ। স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে বাংলা মায়ের চারজন বীর সন্তান প্রাণ ঢেলে গাইলেন জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি'। সৈয়দ নজরুল ইসলাম ইংরেজিতে প্রদত্ত ভাষণের শুরুতে বলেন, 'ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আমি তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছি এবং তাঁর পরামর্শক্রমে আরও তিনজনকে মন্ত্রীরূপে নিয়োগ করেছি।' এরপর তিনি প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দকে পরিচয় করিয়ে দেন। তারপর ঘোষণা করেন প্রধান সেনাপতি পদে কর্নেল ওসমানী এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ পদে কর্নেল আবদুর রবের নাম। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তাজউদ্দীন আহমদ অভূতপূর্ব ও অবিস্মরণীয় বক্তৃতায় বলেন, 'পাকিস্তান আজ মৃত এবং অসংখ্য আদম সন্তানের লাশের তলায় তার কবর রচিত হয়েছে।' মুক্তিযুদ্ধের সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে বক্তৃতার শেষে তিনি বলেন, আমাদের শীর্ষ দুই নেতার দিকনির্দেশনামূলক ভাষণ ছিল ঐতিহাসিক ও অনন্য। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে তথা '৭১-এর ১০ ও ১৭ এপ্রিল প্রতিষ্ঠিত রাষ্ট্র ও সরকারের প্রধানতম লক্ষ্য ছিল রাজনৈতিক বৈধতা নিশ্চিত করে মুক্তিযুদ্ধ তথা জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে শত্রুমুক্ত করে সুমহান বিজয় ছিনিয়ে আনা।
মুক্তিযুদ্ধের ৯ মাস স্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। মুজিব বাহিনীর অন্যতম অধিনায়ক হিসেবে ভারত সরকারের সঙ্গে সমন্বয়কের দায়িত্ব পালন করতাম আমি। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উপদেষ্টা দুর্গাপ্রসাদ ধর (যিনি 'ডিপি ধর' নামে পরিচিত) মাঝেমধ্যে কলকাতার হোটেল 'হিন্দুস্থান ইন্টারন্যাশনাল'-এ আমাদের মুজিব বাহিনীর চার প্রধানের সঙ্গে বৈঠক করতেন। মিস্টার ব্যানার্জি (যার ছদ্মনাম ছিল মিস্টার নাথ) নামে ভারত সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন। সেই ২১ নম্বর রাজেন্দ্র রোড, ভবানীপুর, কলকাতায় আমাদের সঙ্গে এসে তিনি দেখা করে সবধরনের সাহায্য-সহযোগিতা করতেন। এই সাহায্য আমি মনি ভাই, সিরাজ ভাই, রাজ্জাক ভাইয়ের কাছে পৌঁছে দিতাম। দেরাদুনে আমাদের ট্রেনিং হতো।
আজ বিশেষ করে মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনগুলোর কথা স্মৃতির পাতায় ভেসে ওঠে। আজকাল মাঝেমধ্যে অনেকের অনেক বক্তব্য শুনি, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। বঙ্গবন্ধুর অবর্তমানে যা কিছু হয়েছে, তার সবকিছুই বঙ্গবন্ধু পূর্বেই ঠিক করে রেখে গিয়েছিলেন। ভারতে গেলে কোথায় সাহায্য পাব, কীভাবে সরকার গঠিত হবে, সবকিছুই হয়েছে বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে জাতীয় নেতা শ্রদ্ধেয় তাজউদ্দীন ভাই ভারতে গিয়ে প্রথমেই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে ভারত সরকারের সার্বিক সাহায্য-সহযোগিতা প্রার্থনা করেন। অনেকেই বলেন, মুজিব বাহিনীর সঙ্গে প্রথম বাংলাদেশ সরকারের ভুল বোঝাবুঝি ছিল। কথাটি মোটেই সত্য নয়। সরকারের সঙ্গে মুজিব বাহিনীর সমন্বয়কের দায়িত্ব পালনে আমি নিয়মিত ৮ নম্বর থিয়েটার রোডে সরকারের দপ্তরে যেতাম। মুজিব বাহিনীর কার্যক্রম সম্পর্কে সবকিছু তাদের অবহিত করতাম। আমরা যে মুজিব বাহিনী গঠন করেছিলাম, তার প্রকৃত নাম ছিল 'বাংলাদেশ লিবারেশন ফোর্স' সংক্ষেপে বিএলএফ। সেটাকেই আমরা বঙ্গবন্ধু মুজিবের নামে 'মুজিব বাহিনী' নামকরণ করেছি। সবকিছুই চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে, তাকে সামনে নিয়ে।
১৯৬৯-এর ২৫ মার্চ আইয়ুব খানের পদত্যাগের পর ইয়াহিয়া খান সামরিক আইন জারি করে যখন ক্ষমতা নিল, তখন রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ছিল। এর মধ্যেই বঙ্গবন্ধু যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন। সেখানে ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা মিস্টার ব্যানার্জির (ছদ্মনাম মিস্টার নাথ) সঙ্গে কথা বলে তিনি সবকিছু ঠিক করে এসেছিলেন। সেটিই ছিল ভারত সরকারের সঙ্গে বঙ্গবন্ধুর প্রথম সংযোগ স্থাপন।
অনেক অজানা ইতিহাস রয়েছে। একদিকে আমরা মুক্তিযুদ্ধ করছি, আরেকদিকে বঙ্গবন্ধু পাকিস্তানের সেই মিয়ানওয়ালি কারাগারে বন্দি। তাঁর বিচার চলছে। ১৯৭২-এর ৮ জানুয়ারি জুলফিকার আলি ভুট্টো বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হন। লন্ডন হয়ে ১০ জানুয়ারি জাতির পিতা তাঁর স্বপ্নের স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। পৃথিবীতে অনেক নেতা এসেছেন, অনেক নেতা আসবেন। কিন্তু বঙ্গবন্ধুর মতো এ রকম বিচক্ষণ, সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার মতো নেতা পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন বলে আমার জানা নেই। ২০২০-এর ১৭ মার্চ আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে চলেছি- যা হবে মুজিববর্ষ। আশা করি, 'মুজিববর্ষ' পালনের মধ্য দিয়ে দেশে-বিদেশে বঙ্গবন্ধুর জীবনী পরিপূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হবো। তরুণ প্রজন্মসহ সবাই আজ স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে সক্ষম হয়েছে। আমার খুউব দুঃখ লাগে যে, এমন একটা ঐতিহাসিক দিন ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, শুধু আওয়ামী লীগের নেতৃত্বে দেশের মানুষ দিনটি পালন করে থাকে। বিরোধী দলে থাকা অবস্থায় শত বাধা-বিপত্তি উপেক্ষা করেও আমার এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করেছি।
আজ দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে ২৫ মার্চ 'গণহত্যা দিবস' পালন করে। গত বছর ১১ মার্চ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২৫ মার্চ 'গণহত্যা দিবস' জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের অঙ্গীকার ব্যক্ত করা হয়। আমি মনে করি, যারা ২৫ মার্চ 'গণহত্যা দিবস' পালন করেন না, যারা ১৭ এপ্রিল 'মুজিবনগর দিবস' পালন করেন না, তারা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদি মৃত্যুকে বরণ করেছেন, তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করেন। মুক্তিযুদ্ধের কঠিন দুঃসময়ে ভারত আমাদের আশ্রয় দিয়েছে। মিত্রবাহিনী গঠন করে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় সৈনিকরা বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণোৎসর্গ করেছে। দেশ স্বাধীনের পর জাতির পিতার অনুরোধে স্বল্প সময়ের মধ্যে অর্থাৎ '৭২-এর ১২ মার্চ তাদের সেনাবাহিনী ফিরিয়ে নিয়ে গেছে। অথচ ভারতের সুমহান আত্মত্যাগকে তাচ্ছিল্য করে আজও যারা 'দেশ বিক্রির' কথা বলে-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সঠিকভাবেই তাদের চিহ্নিত করেন 'অর্বাচীন' হিসেবে। ৪৮তম মুজিবনগর বার্ষিকীতে আমাদের প্রত্যাশা, যে লক্ষ্য ও স্বপ্ন নিয়ে জাতির পিতা বাংলাদেশকে স্বাধীন করে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি তৈরি করে গেছেন, সেই পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলে দেশের মানুষের সার্বিক অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে।
আওয়ামী লীগ নেতা, সংসদ সদস্য, সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি