নতুন প্রজন্মের কাছে রাজনীতির কবি


দেওয়ান লালন

আজকের দিনের স্কুলের বইয়ের পাতা
ক্লাসের পাঠে ভরছে খাতা,
কড়া চোখ শাসায় শীতল উষ্ণ
শিক্ষকের প্রশ্ন-
ওহে বালক,
বল, কে বাংলাদেশের জাতির জনক ?
একেবারে স্পষ্ট উত্তর
নেই এতটুকু নড়বড়

‘’উত্তাল ঢেউ গর্জে
বিশ্ব ঐতিহ্যের সেই সাতই মার্চে’’
মুক্তির সিম্ফনি
উঁচিয়ে তর্জনী,

জন্মদাতা বাংলাদেশ জন্মের কেন্দ্রবিন্দু
তিনি শেখ মুজিবুর রহমান তিনি বঙ্গবন্ধু ।
পঞ্চাশ বছরে তোমার উপাধি
তোমার চরণ যুগল ধরি
অভিনন্দিত সম্মানিত করি,
পঞ্চাশে মহীরুহ বঙ্গবন্ধু
বিন্দু থেকে সিন্ধু।

SUMMARY

327-1.jpg