দেওয়ান লালন
তুমি বিহনে
শোকবিধূর বিদগ্ধ প্রাণে
অশ্রু ঝরে ঘরে ঘরে,
দেশের জন্য সকলি করে দান
তার জন্য মায়ায় জাগে পরান ।
সাধ্য কার এত অল্প দিনে
রক্তের দামে স্বাধীনতা কিনে,
এসেছে সেই ক্রান্তিকাল
বুনন করেছে মুক্তির স্বপ্নজাল।
তুমিই তোমার তুল্য
নির্লোভ খাঁটি অমূল্য,
তোমার মত এমন আর কেউ
ছড়াবে না উঠাবে না আর
তুমুল উত্তাল ঢেউ।
গগন মণ্ডলে হেনকালে
তোমার মত আর কেউ
জনম জনমে
জন্মাবেনা ইহকালে।