বঙ্গবন্ধুর বাইসাইকেল

বাইসাইকেলটি ইংল্যান্ডের ডানলপ কোম্পানির তৈরি। মডেল বিএসএ। এ সাইকেল চালিয়ে রাজবাড়ীর গ্রামের পর গ্রাম ঘুরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তবে ভ্রমণের উদ্দেশ্যে নয়, ঘুরেছেন নির্বাচনী প্রচারণা চালাতে ও ভোট চাইতে। 

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী ওয়াজেদ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচার চালাতে রাজবাড়ীতে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সে সময় ওয়াজেদ চৌধুরীর বাড়িতে থেকে ১০/১২ জন সঙ্গী নিয়ে ইংল্যান্ডের ডানলপ কোম্পানির বিএসএ মডেলের একটি বাইসাইকেল চালিয়ে গ্রামের পর গ্রাম চষে বেড়িয়েছেন, চেয়েছেন ভোট।যে বাইসাইকেলে চড়তেন বঙ্গবন্ধু

ওই বাইসাইকেলটির মালিক রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের ৮০ বছর বয়স্ক আবদুল ওয়াজেদ মণ্ডল। ৫৯ বছরের সেই স্মৃতির বাইসাইকেলটি এখনো সযত্নে রেখেছেন তিনি। সেইসঙ্গে ওই সাইকেলটি বাংলাদেশ জাতীয় জাদুঘরে পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিও জানিয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে তার এ আশা পূরণ হয়েছে। বাংলাদেশ
জাদুঘর কর্তৃপক্ষের হাতে তিনি তুলে দিয়েছেন ওই সাইকেলটি।



 
জানা গেছে, গত বছরের ১৫ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘বঙ্গবন্ধুর স্মৃতি নষ্ট হচ্ছে!’ শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়। ওই রিপোর্ট প্রকাশের পর গত ১৮ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির পর জেলা ও উপজেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে এবং প্রতিবেদন জাদুঘরে পাঠান হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কীপার ড. স্বপন কুমার বিশ্বাসের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম ওয়াজেদ মণ্ডলের বাড়িতে যান এবং সাইকেলটি বুঝে নেন।

SUMMARY

31-1.jpg