উদিসা ইসলাম
১৯৭২ সালের ১৮ আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পরে ১৯৭২ সালের এই দিনে তাদের প্রথম সাক্ষাৎ হয়। বঙ্গবন্ধু চিকিৎসা শেষে সে সময় লন্ডনের একটি হোটেলে অবস্থান করছিলেন।
১৯৭২ সালের ১৯ আগস্টের পত্রিকায় সেই বৈঠকের ছবিসহ সংবাদ পরিবেশিত হয়। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত খবরে বলা হয়, এডওয়ার্ড হিথ বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার হোটেলে এক বৈঠকে মিলিত হন। প্রায় তিন সপ্তাহ পূর্বে চিকিৎসার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে আগমনের পর তার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এটাই প্রথম বৈঠক। বৈঠক শেষে হোটেল কক্ষ থেকে বের হয়ে হিথ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সন্তোষজনক আলোচনা হয়েছে। এর আগে হাইকমিশনার আবদুস সুলতান ও রফিক উল্লাহ চৌধুরী হিথকে অভ্যর্থনা জানান। আলোচনার বিষয়বস্তু বিস্তারিত জানা না গেলেও অনুমান করা হয় যে, দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও উপমহাদেশ পরিস্থিতিসহ আন্তর্জাতিক প্রশ্নে মতবিনিময় করেন।

এদিকে সেদিনের দৈনিক বাংলা পত্রিকাতেও এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। সেখানে বলা হয়, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার আগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টোর সঙ্গে কোনও আলাপ-আলোচনা না করার বিষয়ে তার সিদ্ধান্তে অবিচল রয়েছেন। বিপিআই পরিবেশিত এই খবরে বলা হয়, লন্ডনের হোটেলে শুক্রবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তাকে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে বাংলাদেশ মহল মনে করছেন। লন্ডন থেকে এনা জানায়, বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাতের পর হোটেল কক্ষ থেকে বেরিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। এ বৈঠক প্রায় একঘণ্টা স্থায়ী হয়।
এদিকে বঙ্গবন্ধু দ্রুত সেরে উঠছেন বলেও খবরে জানানো হয়। লন্ডন থেকে বাসস জানায়, এইদিন সকালে তিন সদস্যবিশিষ্ট মেডিক্যাল বোর্ড প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং তার শরীর সুস্থ রয়েছে। দুর্বলতা ছাড়া তার আর কোনও অসুবিধা নেই।
চালের ওপর চাপ কমান
বাংলাদেশে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার খর্ব করে এমন সমাজতন্ত্র আমরা চাই না। গণতন্ত্রের মাধ্যমেই আমরা সমাজতন্ত্র চাই। প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার জরুরি অবস্থায় দেশের খাদ্য সংকট মোকাবিলা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তিনি আগামী দুই মাস চালের পরিমাণ কমিয়ে আটা খাওয়ার আহ্বান জানান। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের অদূরে একটি জুটমিলের পাটগুদাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। গণপরিষদ সদস্য একেএম শামসুজ্জোহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশ্বদরবারে বাংলাদেশ
১৯৭২ সালের ১৮ আগস্ট আইএমএফ , বিশ্বব্যাংকও এআইডি-এর সদস্যপদ লাভ করে বাংলাদেশ। বাংলাদেশ সরকারিভাবে বিশ্ব অর্থনৈতিক সমাজের অন্তর্ভুক্ত হয়। ইউসিস-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশিত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশকে আন্তর্জাতিক অর্থ তহবিল, আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক এবং বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট আন্তর্জাতিক উন্নয়ন সমিতির সদস্যপদ মঞ্জুরকরণ সংক্রান্ত চুক্তিসমূহ গ্রহণ ও স্বাক্ষর করেন।
সুত্র: বাংলা ট্রিবিউন, প্রকাশ আগস্ট ১৮, ২০২০