সেলিম সাহাদাত
পিতা-তুমি মানুষকে ভালোবেসে
হয়েছিলে মহামানব।
কিন্তু মহানগরীর ঔদ্ধত্য অট্টালিকায়
তোমার মন টেকেনি।
তাইতো আমাদের অজান্তে
তড়িগড়ি করে তোমাকে
নিয়ে যায় টুঙ্গিপাড়ায়।
তোমার দেহের আকাশে ২৮টি শুকতারা হাসে,
বুকচিরে জল
কলকল করে বয়ে যায়
২৪টি নদী।
কেউ কি জানে
৫৭০ সাবানে
শুভ্র হয় স্বদেশ ভূমি।
তপোধ্বনি নয়,
দোয়েল আর শালিক
শিষ দিয়ে তোমাকে জানায়
শেষ অভিবাদন।
বিশ্বের বরেন্য ব্যক্তিদের
সমাবেশের আশংকায়
কি নিছিদ্র নিরাপত্তায়
তোমার কাক্সিক্ষত কৃষক-শ্রমিক
উপস্থিত তোমার অন্তোষ্টিক্রিয়ায়।
তুমি এ মাটিকে ভালোবেসে
তার গভীর তলদেশে
বাঙ্গালী মায়ের শাড়ী জড়ায়ে
পৌষের কুয়াশার মতো ঘুমালে,
আর জাগ্রত হলে হৃদয়ের জমিনে
অনন্ত কালের জন্য
জাগ্রত হলে।