অসাধু ব্যবসায়ীদের বঙ্গবন্ধুর আল্টিমেটাম

উদিসা ইসলাম

কিছু মুনাফা লোভী অসাধু ব্যবসায়ীর কাছে স্বাধীনতার সূর্য সম্ভাবনা বিনষ্ট হতে দেওয়া যাবে না। স্বাধীনতা পরবর্তীকালে দ্রব্যমূল্য কিছুটা স্বাভাবিক হবে এটা সরকার ও জনসাধারণের আশা ছিল। কিন্তু কতিপয় সুযোগসন্ধানী ব্যবসায়ী সরকারের উদারতার সুযোগ নিয়ে সমস্যা সৃষ্টি করে। জনগণকে দুর্দশার মুখে ঠেলে দিয়ে তারা টাকার পাহাড় গড়ে তুলে। খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ তুলনামূলকভাবে বৃদ্ধি পেলেও এসব কালোবাজারিদের দৌরাত্ম অব্যাহত থাকে।

১৯৭২ সালের ১৭ জুন দৈনিক পূর্বদেশে প্রকাশিত প্রধান খবরে ৭ জুন সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া আল্টিমেটাম স্মরণ করিয়ে দেওয়া হয়। সেখানে দ্বিতীয় ও শেষ বারের মতো মজুতদার মুনাফাখোর কালোবাজারি এবং সকল শ্রেণির অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ার করা হয়। বঙ্গবন্ধু অসাধু ব্যবসায়ীদের সাবধান করেন। তার এই সতর্কবাণীর ফলে বিভিন্ন স্থানে দ্রব্যমূল্য পরিস্থিতির উন্নতি হয়। কিন্তু এরপরও বহু অসাধু ব্যবসায়ী তাদের জনস্বার্থবিরোধী চক্রান্তে লিপ্ত থাকে বলে প্রতিবেদনে দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়, ‘বঙ্গবন্ধুর হুঁশিয়ারিতে নির্দেশিত ১৫ দিনের সময়সীমায় আর মাত্র পাঁচ দিন বাকি আছে। এর মধ্যে পুলিশ মজুদদার বিরোধী অভিযান চালিয়ে রাজধানী ও দেশের বিভিন্নস্থান থেকে বহু দ্রব্য উদ্ধার করেছে। বিরূপ পরিবেশের মধ্যেও পুলিশ মজুতবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে।’

  
সমাজবিরোধীদের আর সহ্য করা হবে না
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এক বিবৃতিতে চোরাকারবারি, মুনাফাখোর মজুতদার ও সরকারি সম্পদের বেআইনি দখলদারদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘দেশের লাখো লাখো মানুষের দুঃখ-দুর্দশা বিনিময়ে এসব সমাজবিরোধী ব্যক্তি এখনো তৎপর রয়েছে।’ জিল্লুর রহমান সমাজবিরোধীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘এসব ব্যক্তি অত্যন্ত সফলতার সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী করে তুলেছে। এটা স্পষ্ট যে সমাজবিরোধীরা অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নতুন জাতির অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে চায়। কিন্তু জনগণ তাদের সহ্য করবে না। জনগণের স্বার্থে আওয়ামী লীগ জনতার পাশে এসে দাঁড়াবে।’
বঙ্গবন্ধুর হাতে ত্রাণের টাকা তুলে দিচ্ছেন ইসলামপুর কাপড় দোকান কর্মচারী সমিতির সভাপতি
বঙ্গবন্ধুর হাতে ত্রাণের টাকা তুলে দিচ্ছেন ইসলামপুর কাপড় দোকান কর্মচারী সমিতির সভাপতি
বঙ্গবন্ধু আবারও জেলা সফরে
কয়দিন বিরতি দিয়ে আবারও জেলা সফরে বের হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালের ২২ জুন তিনি নোয়াখালী যাবেন এবং সেখানে এক জনসভায় ভাষণ দিবেন। এর আগের দিনই সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়, বঙ্গবন্ধু ২৫ জুন কুষ্টিয়া সফর করবেন। ১৫ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামপুর কাপড় দোকান কর্মচারী সমিতির সভাপতি নূর হোসেনের কাছ থেকে ১৪৪০ টাকা গ্রহণ করেন। সমিতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা জমা দেয় বলে পরের দিনের পত্রিকায় প্রকাশিত ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়।

পাকিস্তানের আগেই চীন স্বীকৃতি দিবে
নয়াদিল্লি থেকে ইউএনআই এর বরাত দিয়ে বলা হয়, পাকিস্তান বাংলাদেশের স্বীকৃতি দেওয়ার আগেই চীন সম্ভবত বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চলেছে। আমেরিকার দক্ষিণ এশীয় প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে রেডিও পাকিস্তান সেইদিন রাতেই খবর প্রচার করে।

সুত্র: বাংলা ট্রিবিউন, প্রকাশিত : জুন ১৬, ২০২০ 

SUMMARY

2740-2.jpg