শেখ মুজিবর রহমান গ্রেফতার : জামিনে মুক্তি লাভ - এবার দেশরক্ষা বিধিবলে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের
যশোর, ১৮ই এপ্রিল। – গতকাল রাত্রি চারটায় পাকিস্তান প্রতিরক্ষা আইনের ৪৭(৫) ধারাবলে পুলিস পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমানকে খুলনা হইতে সদলবলে ঢাকা যাওয়ার কালে যশোরে গ্রেফতার করে। যশোর সদর দক্ষিণ মহকুমা হাকিমের এজলাস হইতে শেখ মুজিবর রহমান আজ জামিনে মুক্তি লাভ করেন। উত্তর ও দক্ষিণবঙ্গ সফর শেষ করিয়া তিনি আজ সদলবলে ঢাকা প্রত্যাবর্তন করিয়াছেন। এই মামলাটি লইয়া বর্তমানে প্রদেশের বিভিন্ন আদালতে শেখ সাহেবের বিরুদ্ধে মোট ৬টি মামলা বিচারাধীন রহিয়াছে।
প্রসংগতঃ উল্লেখযোগ্য যে, গত রবিবারে (১৭ই এপ্রিল) ঢাকার রমনা থানায় রুজুকৃত ৮০নং মামলার আসামী হিসাবে ঐদিনই সকাল বেলায় শেখ মুজিবের বিরুদ্ধে এই গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। রমনা থানার সহিত যোগাযোগ করিয়া জানা গেল যে, গত ২০শে মার্চ আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশন শেষে স্থানীয় আউটার ষ্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় “রাষ্ট্রের বিরুদ্ধে আপত্তিকর” উক্তি করায় শেখ সাহেবের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হইয়াছে।
শেখ মুজিবের জামিনের আবেদনে এডভোকেট মসিউর রহমানকে অপর যে ১৪ জন আইনজীবী সহায়তা করেন তাঁহারা হইতেছেন এডভোকেট নূরুল ইসলাম, উকিল মেসার্স রওশন আলী (যশোর জেলা আওয়ামী লীগ সম্পাদক), আনোয়ারুল কাদের, সৈয়দ মুকাররম হোসেন ফারাজী ও মোশাররফ হোসেন এবং মোক্তার মেসার্স আবদুল হক খান, ফজলুল করিম, এ, এস, গজনবী, সৈয়দ আলী, আলতাফ হোসেন, আবদুর রশীদ খান, সাহাদাৎ হোসেন ও আরশাদ আলী।
[প্রকাশ : ১৯শে এপ্রিল, ১৯৬৬ / দৈনিক ইত্তেফাক]#