জনাব খালেকের মৃত্যুতে শেখ মুজিবের শোক....


সোহরাওয়ার্দী মন্ত্রিসভার অন্যতম সদস্য যশোরের খ্যাতনামা এ্যাডভোকেট ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল খালেকের মৃত্যু সংবাদে শেখ মুজিবর রহমান শোকবিহ্বল হইয়া পড়েন। তিনি জনাব খালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পীকার জনাব মসিহুল আজমও জনাব খালেকের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
[প্রকাশ : ৮ই ডিসেম্বর, ১৯৬৫ / দৈনিক ইত্তেফাক

SUMMARY

2693-২.jpg