যশোরে শেখ মুজিবকে গ্রেফতার ও জামিনে মুক্তিদান

ঢাকা, প্রাপ্ত এক সংবাদে জানা গিয়াছে যে, পুলিশ পূর্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি জনাব শেখ মুজিবর রহমানকে গতকল্য সোমবার ভোররাত্রে যশোরে পাকিস্তান রক্ষাবিধি আইনের ৪৭ ধারার ৫নং উপধারা বলে গ্রেফতার করে।

যশোর এস ডি ও কোর্টে জামিনের আবেদন জানান হইলে তাঁহাকে অন্তর্বর্ত্তীকালীন জামিনে মুক্তি দেওয়া হয়। গতকল্য অপরাহ্ন সাড়ে তিন ঘটিকার সময় জনাব মুজিবর রহমান বিমানযোগে ঢাকা প্রত্যাবর্ত্তন করেন।

প্রকাশ, সম্প্রতি ঢাকার পল্টন ময়দানে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় জনাব মুজিবর রহমান প্রদত্ত বক্তৃতাকে কেন্দ্র করিয়া ঢাকা হইতে এই গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। প্রথমে গ্রেফতারী পরোয়ানাটি খুলনা জেলা কর্ত্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়। কিন্তু উক্ত জেলা কর্ত্তৃপক্ষ খুলনায় অবস্থানরত আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করিবার পূর্বেই জনাব রহমান খুলনায় বিরাট জনসভায় বক্তৃতা প্রদানের পর মোটরযোগে যশোর গমন করেন।

[প্রকাশ : ১৯শে এপ্রিল, ১৯৬৬ / দৈনিক আজাদ]

SUMMARY

2691-২.jpg