‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সারা বিশ্বের নির্যাতিত মানুষের জন্য মুক্তিসনদ ‘


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সারা বিশ্বের নির্যাতিত মানুষের জন্যই এক মুক্তিসনদ বলে মুক্তিযুদ্ধ গবেষক ও ইতিহাসবিদরা মনে করেন।  তবে বঙ্গবন্ধুর আদর্শিক ভিত থেকে তার দল কিছুটা বিচ্যুত মন্তব্য করে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মর্মবাণী নেতাকর্মীদের আরো বেশি ধারণ করার আহ্বান জানিয়েছেন তারা।

একাত্তরের ৭ই মার্চ ধর্মনিরপেক্ষ এক নতুন জাতিরাষ্ট্র গঠনের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  তার আহ্বানের পথ ধরে, তার নামেই মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ।

মুক্তিযুদ্ধ ও ইতিহাস গবেষক শাহরিয়ার কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল মনে করছেন, ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ডের তালিকাভুক্ত এই ভাষণটি বাঙালির আত্ম পরিচয়ের আর আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে এখনও প্রাসঙ্গিক।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষনের দার্শনিক ভিত্তির গুরুত্ব রাষ্ট্র এখন কতোটা প্রয়োগ করছে সে বিষয়টি সামনে এনেছেন তারা।

তারা মনে করছেন, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া বঙ্গবন্ধুর অমর ভাষণের মৌলভিত বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে আরো ব্যাখ্যা, বিশ্লেষন ও গবেষণার প্রয়োজন।

SUMMARY

264-4.jpg