৮মে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু প্রত্যেক প্রজন্মের কাছে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে থাকবেন। বঙ্গবন্ধু তাঁর কর্মের মধ্য দিয়ে হয়ে ওঠেন বাঙালির প্রতিরোধের প্রতীক। তাঁর জীবনের দিনগুলো ছিল বাঙালির মুক্তিতে অতীব গুরুত্বপূর্ণ যা ইতিহাসের এক একটি অংশ বললে ভুল হবে না। তেমনি একটি দিন ৮ মে,

৮ মে ১৯৫০:

পুত্র শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে চেয়ে ইস্ট বেঙ্গল ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিআইজি বরাবর আবেদন করেন শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমান। আবেদন অনুমোদন করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্টকে একজন গোয়েন্দা কর্মকর্তার উপস্থিতিতে ৯মে সাক্ষাৎ করতে দিতে বলা হয়।

৮ মে ১৯৫৬:

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ভূখা মিছিলে লাঠি চার্জের প্রতিবাদ করে বিবৃতি দিলেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ মুজিব। বিবৃতিতে তিনি মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকারের বক্তব্য, সত্যকে ধামাচাপার চেষ্টা উল্লেখ করে বললেন- ঐদিন কিছু সংখ্যক পরিষদ সদস্যসহ আমাদের বহু কর্মী আহত হইয়াছেন।

৮ মে ১৯৬৪:

নাটোরের বিরাট জনসভায় শেখ মুজিব বললেন- দেশকে বিশৃংখলা, বিভ্রান্তি, স্বার্থপরতা এবং অব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অকল্পনীয় দুর্যোগের মধ্য দিয়ে জাতির দিনগুলি অতিবাহিত হচ্ছে প্রকৃত প্রস্তাবে পূর্ব পাকিস্তানীদের কাছে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়েছে।

৮ মে ১৯৬৬:

আওয়ামীলীগ সভাপতি শেখ মুজিবের সভাপতিত্বে নবগঠিত ওয়ার্কিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হলো। কমিটি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকারকে জমির খাজনা আদায়, কৃষকদের প্রদত্ত ঋণের কিস্তি আদায় এবং সার্টিফিকেট জারি বন্ধ রাখার আহ্বান জানায়। ঐদিন নারায়ণগঞ্জের এক জনসমুদ্রে জনগণের ভোটাধিকার এবং ৬(ছয়) দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন কায়েমের আহ্বান জানালেন শেখ মুজিব। সভায় আদমজী জুটমিল সহ বিভিন্ন মিলের শ্রমিকদের পক্ষ থেকে শেখ মুজিবকে বিপুল সংবর্ধনা জানানো হয়।

৮ মে ১৯৭২:

বঙ্গবন্ধু সরকারের উদ্যোগে সারাদেশে প্রথমবারের মতো যথাযথ মর্যাদায়, পরম শ্রদ্ধা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয়।

৮ মে ১৯৭৪:

পাঁচ(৫) দিনব্যাপী অনুষ্ঠিত আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সভায় দ্রব্যমূল্য বৃদ্ধিকারী দুর্নীতিবাজদের গ্রেফতার করার সুপারিশ করা হয়।

৮ মে ১৯৭৫:

কমনওয়েলথ সম্মেলন শেষে দেশে ফিরলেন বঙ্গবন্ধু।

SUMMARY

2636-বঙ্গবন্ধু৪.jpg