উত্তাল ১৭ মার্চ ছিল বঙ্গবন্ধুর জন্মদিন


উত্তাল মার্চের এ দিনে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। কিন্তু সেদিন বাঙালির অবিসংবাদিত নেতার চিন্তায় শুধুই ছিল নতুন একটি দেশের স্বপ্ন। সামরিক শাসক ইয়াহিয়া খানের সঙ্গে এদিন ব্যর্থ হয়েছিল বৈঠক।

উভয়পক্ষের উপদেষ্টাদের উপস্থিতিতে দ্বিতীয় দফা বৈঠকে বসেন সামরিক শাসক ইয়াহিয়া খান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বৈঠকে বঙ্গবন্ধু দেশ থেকে সামরিক আইন প্রত্যাহার, অবিলম্বে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর, বাঙালির ওপর গুলিবর্ষণ ও হত্যার বিচারসহ বিভিন্ন দাবীতে ছিলেন আপোষহীন। ইয়াহিয়া দাবী মেনে নিতে অস্বীকার করায় ব্যর্থ হয় এক ঘণ্টার এই বৈঠক।

বৈঠক শেষে গাড়ীতে কালো পতাকা উড়িয়ে ধানমন্ডিতে নিজ বাসভবনে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

সেদিন তার জন্মদিন সত্বেও তা কেন পালন করেন না এর কারণ হিসেবে তিনি বলেন, দু:খিনী বাংলায় জন্মদিনই বা কী মৃত্যুদিনই বা কী? তিনি আরো বলেন, জনগণ আজ মৃতপ্রায়, এদেশের জনগণের কাছে জন্মের আর কোন মহিমা নেই। দৃঢ় কন্ঠে ঘোষণা করেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

২৩ মার্চ প্রতিরোধ দিবস পালনের আহ্বান জানায় স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। মিছিল ও সমাবেশে স্বাধীকার আদায়ের শপথ গ্রহণ করে মুক্তিকামী মানুষ।

SUMMARY

262-1.jpg