কেমন ছিল স্বাধীন দেশের প্রথম একুশে ফেব্রুয়ারি (ফটো স্টোরি)

১৯৭২ সালের একুশে ফেব্রুয়ারি— এমন একুশে, এমন স্মরণ কেউ আগে কখনও দেখেনি। মানুষের মনে তখনও মুক্তিযুদ্ধে হারানো স্বজনদের বেদনা। মানুষের চোখ তখনও রক্তে রাঙা। সেই সময় বাংলাদেশ অন্যরকম স্বস্তি নিয়ে স্মরণ করেছিল প্রথম একুশে ফেব্রুয়ারি। রাস্তায় নেমে এসেছিল হাজারো মানুষ, পথে পথে নির্ভয়ে গেয়েছিল প্রভাত ফেরির গান। আর বঙ্গবন্ধু আজিমপুর গোরস্থান থেকে খালি পায়ে হেঁটে যান কেন্দ্রীয় শহীদ মিনারে।ছবিতে দেখুন স্বাধীন বাংলাদেশের প্রথম একুশে ফেব্রুয়ারি।





















300

ছবিগুলো দৈনিক বাংলা ও ডেইলি অবজারভার থেকে নেওয়া
পত্রিকা কার্টেসি: ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম

SUMMARY

2616-১.jpg