স্বপ্ন দেখার জন্য শেখ মুজিব লাগে

পিয়াস মজিদ 

কিছু কিছু স্বপ্নের
কোনো বাটোয়ারা হয় না,
একা এক দীঘল পুরুষ
হয়ে উঠেন
স্বাধীন ও সার্বভৌম স্বপ্নমানুষ।
তারপর নিজের ব্যক্তিগত দিগন্তের মতো
স্বদেশের সুরহারা আকাশকে
এক লহমায় ভরে তিনি তুলেন
অনন্তের আমার সোনার বাংলায়,
মায়ের মলিন মর্ম মুছায়ে
পতাকার রঙ আঁকেন
হাজার বছরের মায়া-লাল সবুজে,
আর নিচে নদী তো বয়ে চলে
তারই অনুক‚লে, উজানের দিকে।
অফসলের দেশে
স্বপ্নের প্রসূনের জন্য
যথাযোগ্য জীবন লাগে,
যে জীবন নিঃসঙ্গ কিন্তু নিঃশঙ্কও
স্বপ্ন দেখার জন্য
কোনো জাতির যদি একজন
শেখ মুজিব থাকে,
সে দেশের নাম তবে
হয় হয় হয়
বাংলাদেশ হতেই হয়।
সুত্র: ভোরের কাগজ, প্রকাশিত : মার্চ ১৯, ২০২০

SUMMARY

2593-১.jpg