আলম তালুকদার
শব্দ আছে নানান রকম শব্দ আছে গুলির
নদীর যেমন শব্দ আছে শব্দ আছে তুলির।
কাজে কর্মের শব্দ আছে শব্দ আছে হাসির
ঝড়া পাতার শব্দ আছে শব্দ আছে বাঁশির।
শব্দ আছে আন্দোলনের শব্দ আছে দাবির
শব্দ আছে ধর্মঘটে ভাঙতে তালা-চাবি।
শব্দ আছে ফেব্রুয়ারির শব্দ আছে মার্চের
শব্দ আছে গ্রেনেড বোমার এবং গাড়ির পার্চে।
ভয়াবহ শব্দ ছিল পাকিস্তানি শাসনে
এই পৃথিবীর সেরা শব্দ বঙ্গবন্ধুর ভাষণে।
ভোরের কাগজ, প্রকাশিত : মার্চ ৫, ২০২০