বরেণ্য বঙ্গবন্ধু

আনন্দমোহন রক্ষিত 

আমি বলতে চাই
একজন মহামানবের কথা
একজন মহাসংগ্রামীর কথা
একজন বঙ্গবন্ধুর কথা।
চে গুয়েভারার চেয়েও অতি
উচ্চতায় তোমার শাণিত দেশপ্রেম
সূর্যের প্রখরতাকেও হার মানায়।
লোকে বলে সাড়ে সাত কোটি মানুষের
মুক্তিদাতা তুমি; আমি বলি : বিশ্বের
ছ’শ কোটি মানুষের মুক্তির রক্তবর্ণ
পতাকা উড়িয়ে তুমি বার্তা দিয়েছ সংগ্রামের।
এইতো শেখ মুজিব বিশ্বের মুক্তিকামী
জনতার প্রাণপ্রিয় নেতা বরেণ্য বঙ্গবন্ধু।

সুত্র: ভোরের কাগজ, প্রকাশিত : মার্চ ২৫, ২০২০ 

SUMMARY

2524-১.jpg