বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সকে ঘিরে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এরই অংশ হিসেবে এখানে একটি পাঠাগার ও জাদুঘর নির্মাণ করা হয়েছে। পাঠাগারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইসহ প্রায় ছয় হাজার বই রয়েছে।
প্রদর্শনী কেন্দ্রে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানা পর্যায়ের আলোকচিত্র ছাড়াও রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন শিল্পীর আঁকা শিল্পকর্ম। এছাড়া রয়েছে মুক্তিসংগ্রামের নানা পর্যায়ের দেশ ও বিদেশ থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র।
প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমাধিসৌধ খোলা থাকে। পাঠাগার খোলা থাকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বঙ্গবন্ধু-সমাধি
বঙ্গবন্ধুকে যে কফিনে করে ঢাকা থেকে সামরিক হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছিল, সেটিও সংরক্ষণ করা হয়েছে সযত্নে। টুঙ্গিপাড়ার আদিবাড়িতে জাতির পিতাকে অত্যন্ত গোপনীয়তায় তড়িঘড়ি করে কবর দেয়া হয়।
সমাধি কমপ্লেক্সে বঙ্গবন্ধুর কবরের পাশেই বঙ্গবন্ধুর মাতা শেখ সায়েরা খাতুন ও পিতা শেখ লুৎফর রহমানের কবর রয়েছে।