আঠারো মিনিটের ভাষণ

 শাহ্‌জাহান সিরাজ
 
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ

আঠারো মিনিট ভাষণে ছিল
আহা কী যে জাদু!
ভাষণ শুনেই যুদ্ধে গেলেন
আমার প্রিয় দাদু। 


দাদু আমার এখনও বলেন
শোনো নাতি ভাই
জাতির পিতার ভাষণ শুনেই
যুদ্ধের দিশা পাই।

আঠারো মিনিটের ভাষণে পাই
প্রিয় বাংলাদেশ
এই ভাষণের এখনও আছে
আগের মতোই রেশ।

SUMMARY

2317-1.jpg