৭ই মার্চের ভাষণ- অরুণাভ চট্টোপাধ্যায়


আমি ৭ই মার্চের সাক্ষী হতে পারিনি

দিতে পারিনি সেদিন ‘জয় বাংলা’র ডাকে সাড়া

কিন্তু আজও আমার রক্তে আগুন জ্বলে

বঙ্গবন্ধুর সেদিনের ভাষণে

তবে, বুঝেছি কিভাবে একটা মানুষ কোটি কোটি মানুষের

মেরুদন্ড হয়ে উঠতে পারে

উপলব্ধি করেছি একটা মানুষ একটা জাতিকে কিভাবে

লড়াই করে বাঁচা শেখাতে পারে

একুশের শহীদ মিনার, সাতই মার্চের উত্তপ্ত রেসকোর্স

একাত্তরের ত্রিশ লক্ষ শহীদের সমাধী সৌধ

অথবা ধানমণ্ডির সেই বত্রিশ নম্বর বাড়িটা

নয়তো সেই ছাপ্পান্নো হাজার বর্গমাইলের পবিত্র টুঙ্গিপাড়া

যেখানে ইতিহাস আজও কথা বলে

আজও কোনও সদ্য বুঝতে শেখা দামাল কিশোর

শেখ মুজিবের মতো সোনার বাংলার স্বপ্ন দেখে ভাবে

“ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

স্বাধীনতা পেলেও আজও যে

সোনার বাংলা পরাধীন।

SUMMARY

2214-1.jpg