বঙ্গবন্ধুর ছবি তোলা এবং আমি লুৎফর রহমান।


মোহাম্মদ রুবেল গাজীপুর:

–১৯৫৪ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও “জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রাজশাহী সফরে এসে প্রথম বারের মত লুৎফর রহমানএর ক্যামেরায় ফ্রেমবন্দী হন।এভাবেই বাঙ্গালী জাতির ইতিহাসের একেকটি কালজয়ী মহুর্ত গুলো চিত্রিত করতে থাকেন এই গুনিী শিল্পী, বঙ্গালীর অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন,সংগ্রামে গর্জে উঠেছে তার ক্যামেরা ফ্লাশ। ছয়দফা আন্দোলনের পর লুৎফর রহমানের ভাবনায় আসে জাতীয় পর্যায়ের সকল ঘটনাকে তিনি চিত্রিত করবেন। এ মানস থেকে তিনি রাজশাহী থেকে ঢাকায় চলে আসেন। বঙ্গবন্ধুর তোলা ছবিগুলো নিয়ে সরাসরি হাজির হন বাঙ্গালীর স্বাধীনতা, স্বকয়িতা রচনার লেখক জাতির পিতার সামনে। বঙ্গবন্ধু সেদিন খুব খুশি হয়েছিলেন আর বলেছিলেন চালিয়ে যেতে। এরপরে চালিয়ে গেলেন লুৎফর রহমান তার ক্যামেরা। ৬৯-এর গণঅভ’ত্থান,৭০ এর নির্বাচন-৭ই মার্চ
–১৯৭১ এ ঐতিহাসিক ভাষন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান,৭২ বঙ্গবন্ধুর দেশে ফেরা। অনেক দুর্লভ ঐতিহাসিক ছবি তুলে নিজেও ইতিহাসের অংশে হয়ে গেছেন এই ক্যামেরাম্যান।।

—–“১৯৭২ সালে ৫ টাকা ১০টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি সংযোজনর জন্য যে চিত্র গ্রহন করা হয়েছিল তাতে লৎফর রহমান স্মরনীয় হয়ে থাকবেন। “৩২ নং ধানমন্ডির বাড়িতে তোলা বঙ্গবন্ধুর ছবিটি শোভা পাচ্ছে এই মুদ্রাগুলোতে।”

#বঙ্গবন্ধুর সাথে সাথে অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ।
-“মহান মুক্তিযুদ্ধের অনেক সংগঠকদেরও ছবি তুলেছেন এই গুনী শিল্পী। এই মুদ্রগুলি মিরপুরের ঢাকা জাদুঘরে প্রদর্শিত হচ্ছে।”১৯৭২ সালের ২৩ আগস্ট বঙ্গবন্ধুর নির্দেশে ইউইলকিনশন কোম্পানির পক্ষ থেকে ইয়াসিকা ম্যাট

–“১২৪ জি ক্যামেরা তৎকালিন হোটেলে ইন্টার কন্টিনেন্টাল আলোকচিত্রিরঃ-কাছে হস্তান্তর করেছিলেন।
——কোম্পানিটির কর্মকর্র্তাবৃন্দ সে সময় ৫ ও ১০ টাকার এক খন্ডের টাকাও তাকে উপহার দেয়া হয়।

“”তার সৃষ্টি কমূগুলো এখনো উজ্জল হয়ে শোভা পাচ্ছে।
————“৩২ নং ধনিমন্ডিরস্থ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর।
“বাংলাদেশ সচিবালয়ের তথ্য মন্ত্রনালয়ের ব্যালকনিতে।তিনি রেডিও পাকিস্থান এর মুখপাত্র “এলহান ম্যাগাজিনে কাজ করতেন। দেশ স্বাধীনের পরে বাংলাদেশ বেতারের।বেতার বাংলায় তার তোলা অনেক ছবি ছাপা হয়েছে।সঙ্গীত ও চলচ্চিত্রের অনেক খ্যাতিমান তারকাদের ছবি তুলেছেন এর মধ্যে হেমন্ত মখোপ্যাধ্যায়,রুনা লায়লা মেহেদী হাসান আব্দুল আলিম, ফেরদৌসী রহমান অন্যতম।বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও অনেক ছবি তুলেছেন এই শিল্পী।।

#শুধু ক্যামেরা হাতেই নয় কলম হাতেও সমান পারদর্শিতা দেখিয়েছেন।—#বঙ্গবন্ধু কে নিবেদন করে লিখেছেন।

#কবিতা“চিরঞ্জীব””??????

——–১৯৭২ সালে বঙ্গবন্ধু খুশি হয়ে তাকে ম্যাট-
“”১২৪ জি ক্যামেরা উপহার দেন।।
========$===========$============
“তার লেখা প্রবন্ধ শতাব্দীর শ্রেষ্ট মহানায়ক।

——#বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সচিত্র বাংলাদেশ সহ অনেক পত্রিকায় প্রকাশিত হয়েছে।
“সদা হাস্বোৎজ্জল-বিনয়ী-“সৎ”-এই মানুষটি অজীবন দেশের জন্য কাজ করেছেন।”নির্লোভ থেকে বঙ্গবন্ধুর নির্দেশনায় ছুটে বেরিয়েছেন দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে।মুক্তিযুদ্ধকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে তিনি পেশাগত দায়িত্ব পালন করেছেন!”মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। ২০০৬ সালে মৃত্যুবরণ করেছেন এই শিল্পী। জীবদ্দশায় কখনো কোন অন্যায়,অসত্য ও সুবিধাবাদের সাথে আপোষ করেননি।ব্যক্তিগত জীবনে স্ত্রী-এক পুত্র ও তিন কণ্যার জনক ছিলেন। তার সকল সৃষ্টি কর্ম যেন বাংলাদেশের ইতিহাস ও মহাখালীতে তার প্রতিষ্ঠিত প্রতিচ্ছবি ফটো স্টুডিওটি যেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ধারন করা আর্কাইভ।
_____________________€€€€
#বঙ্গবন্ধু ইতিাহস তৈরী করেছেন আর তার নির্দেশে ইতিহাসের সচিত্র উপস্থাপনার কারিগর ছিলেন আলোক –চিত্রশিল্পী মোঃ লৎফর রহমান বর্তমান প্রজন্মের কাছে এই অসাধারন কাজগুলো নতুন মত্রা এনেছে এবং তাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকে মনে করেন এবং রাষ্টীয় স্বৃকৃতীর জন্য তিনি তার উপযুক্ততা প্রমান করেছেন এখন আপেক্ষা স্বীকৃতির এই প্রত্যাশা পরিবারের সদস্যদের।

[ মোস্তাফিজুর রহমান মিন্টু ]__ফটোসাংবাদকি।।।
******** Mohammed Robel Jewel Sheikh

——–“আমি গভীর শ্রদ্ধা র সাথে স্মরণ করছি।
-আল্লাহ্ তাওয়ালার যেন ওনাকে জান্নাত বাসী করেন।
–“আমি সে দোয়া করি———–
#আমীন
———-“যিনি আমার মহান প্রিয় মানুষ প্রিয় সাংবাদিক।
#এবং যার মাধ্যমে আর আমরা নতুন প্রজম্মরাই
“প্রিয় নেতার ছবি দর্শন খোঁজ পাচ্ছি।
—-“আমাদের মধ্যে বার বার উজ্জীবিত হচ্ছে আর্দশ।।
“””আর্দশ নিয়ে হবে বভিৎষত এগিয়ে চলা।”

#মরহুম লুৎফুর রহমানের সুযোগ্য পুত্র?
——“”আমার প্রাণ প্রিয় বড় ভাই?

SUMMARY

2174-1.jpg