মুজিব ছিলে অন্তর্গামী
বাঙালির অন্তরে,
বাংলাদেশকে দিলে তুমি
বিজয় মুকুট পরে।
তব অবদান বাঙালিরা
ভুলবে না কভু পরে,
তুমি থাকবে চিরঅম্লান
বঙ্গবাসীর তরে।
জনক হারিয়ে বাঙালিরা
হাউমাউ করে কাঁদে,
বলো মাগো, মুজিব আবার
ফিরে আসবে কবে?
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
আজ স্বর্গে তব বাস,
শত্রুরা ফের পরাতে চায়
মোদের গলে ফাঁস।
এনেছিলে তুমি সঙ্গে করে
তব মৃত্যুহীন প্রাণ,
বাঙালিরা গাইবে সদা
তোমারি জয়গান।
প্রাতের শেষে বিজয় মিছিল
হবে যখন বঙ্গে,
‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান মোদের
থাকবে তখন সঙ্গে।