মুজিব মানে হাজার গোলাপ, লক্ষ কোটি প্রাণ,
মুজিব মানে “জয় বাংলা, জয় বাংলা” গান।
মুজিব মানে ’৬৯ গণঅভ্যুত্থান,
মুজিব মানে ’৭১-এ রেসকোর্স ময়দান।
মুজিব মানে শ্রেষ্ঠ বাঙালি বাংলার জীবন,
মুজিব মানে আকাশ বাতাস এ বাংলার ভুবন।
মুজিব মানে সোনার বাংলা যাহার সেরা দান,
মুজিব মানে টিকিয়ে রাখা স্বাধীনতার মান।
মুজিব মানে হিন্দু-মুসলিম সকলের ভাই ভাই,
মুজিব মানে জাত-বেজাতে কোনো বিভেদ নাই।
মুজিব মানে জঙ্গিবাদের নাই বাংলায় ঠাঁই,
মুজিব মানে কোটি প্রাণের স্বাধীনতা চাই।
মুজিব মানে বীর বাঙালি জাতির মহান নেতা,
মুজিব মানে ’৭১-এর স্বাধীনতা কথা।
মুজিব মানে যীশুর হাসি, শিশুর কলতান,
মুজিব মানে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান।