বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ : সাব্বির আহমেদ সুবীর


জাতির পিতা বঙ্গবন্ধু

জন্ম দিলেন বাংলাদেশ

লাল-সবুজের পতাকাটা

মন-আনন্দে ওড়াই বেশ।

শেখ মুজিবুর না জন্মিলে

বাংলাদেশকে পেতাম না

নদীর ঘাটে খোলা মাঠে

মুক্ত বাতাস খেতাম না।

স্বাধীনতার মানেই হলো

বঙ্গবন্ধুর ভাষণটা

স্বপ্ন দেখা ছবি আঁকা

খোলা মনের আসনটা।

শেখ মুজিবের বুক হিমালয়

বাংলাদেশের মানচিত্র

বাঙালিদের কাছে সদা

নামটা মহা পবিত্র।

SUMMARY

2142-B3.jpg