জীবন তো বেশ কেটে গেছে, কিছুদিন হয়তো বা যাবে,
স্মৃতির আঁধারে থাকা নীড় ভেঙে যাবে নয়তো ফুরাবে।
বাল্যস্মৃতিতে সবকিছু বেঁচে থাকে সূর্যের মতো,
আমার জীবনে মুজিবুর হয়ে আছে সূর্য সতত।
স্বাধীনতা অনেকে পেয়েছে, সংগ্রামশেষে যারা পায়
ইতিহাস বলে শার্দুল, এ মুকুট নেতাকে মানায়।
দেশ নয়, উপমহাদেশ মেনেছিল তার কথকতা,
এগিয়ে এসেছে অন্যেরা, গৌন সকল বৈরীতা।
সে সময় সময়ের দাস, এশিয়ার মুক্তির গান
তার স্বরে উঠেছিল ফুটে পৃথিবী সেরার সম্মান।
জানি না, কারণ জানা নেই, জানি শুধু রাখতে পারিনি,
বুলেটে ঝাঁঝরা মৃতদেহ আঁকড়ে বলেছি- আমি ঋণী।
পারিনি তোমায় পিতা আমি বলতে- শেষের এই শুরু
গঙ্গায় তর্পণ করে বলি- জলহস্মিন সন্নিধিং কুরুং।।