খরা দগ্ধ, বর্ষণ প্রত্যাশী নিঃস্ব কৃষকের দৃষ্টি,
নির্নিমেষ ক্যালেন্ডারের পাতায়
প্রতীক্ষার আগল রেখেছি খুলে,
কখন পড়বে পদচ্ছাপ চৌকাঠে
হে শোকাবহ ১৫ আগস্ট
বৃদ্ধ সময়ের চোখ ফেটে রক্ত ঝরে,
শিরায় শিরায় ফুঁসে ওঠা শোণিত
আর জ্বলজ্বলে যৌবন স্বাগত জানায়
ক্ষ্যাপা শব্দগুচ্ছ ঝাঁকে ঝাঁকে শ্রদ্ধাঞ্জলি রচে
হে শ্রদ্ধাস্পদ, বিরলকেশ, মজিব
বিহŸল চোখে জ্বেলেছি শিখা
একচল্লিশতম প্রয়াণ দিবসে।