নিত্যদিনের চিত্ত দিয়ে
স্মরেছি তোমায় আপন মনে,
দিয়ে গেছে লাল-সবুজের পতাকা
জীবনের দুর্গম পথ বেয়ে
স্বাধীনতার আকাক্সক্ষা যুগ-যুগান্তরে,
হে পিতা, তোমার অবদান হাজার বছরে
বাঙালি হৃদয়ে রবে।
তোমার রঞ্জিত ধারা
বাঙালি শিরা-উপশিরায়
নবদিগন্তের উন্মাদনা জাগায়।
তাইতো তুমি মিশে আছ
বাংলার আকাশে-বাতাসে
জনম জনম ধরে অনাগত যুগে।
স্যালুট স্যালুট তোমার
সমাধি শিরে।