সমার্থ বাংলাদেশ : ফরিদ আহমদ দুলাল


তুমি নেই বলে সুদীর্ঘ সময় আছি অবিচল অন্ধকারে

অমাবস্যাতিথি-কৃষ্ণপক্ষকালে পড়ে আছি অচেনা বিবরে

তোমার রক্তের দাগ কালসিটে অক্ষর হয়ে সেঁটে আছে পাঁজরের হাড়ে

নীলবর্ণ বিষাদ বর্ণেরা কাব্যের পঙ্ক্তিতে উচ্চারিত হয় হাহাকারে;

মৃত্তিকার কল্যাণে তোমার দীর্ঘশ্বাস যেন শ্রাবণের ধারা

একটিমাত্র বুলেটে সাড়ে সাত কোটি সন্তান সহসা পিতৃহারা;

তোমাকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে গেল প্রত্যন্ত দূরের গাঁয়ে

জীবনে নতুন তীর্থ হয়ে ছড়ালো প্রান্তিক গ্রাম জনপদে পায়ে পায়ে।

আমাদের নিভৃত পল্লীর ছোট নদীটির নাম আজ- তুমি

তোমার আবেগে সেজেছে বাংলার পক্ষীকুল সব বনভূমি

ঘরে ঘরে শিশু-সন্তানের গালে তুমি আদরের প্রিয় টোল

সলজ্জ দু’পায়ে হাঁটা বালিকার ঠোঁটে তুমি সদ্য-ফোটা বোল

সাহসী তরুণ শেখে ন্যায়-প্রতিবাদ চেনে স্বজন-স্বদেশ

শ্রেষ্ঠ বাঙালি পুরুষ তুমি সমার্থ সোনার বাংলাদেশ।

SUMMARY

2135-B4.jpg