এসেছিল মাটি থেকে মাঠ-ঘাট মাড়িয়ে
আকাশের দিকে তাঁর হাত দুটি বাড়িয়ে
যে স্বপ্ন ঘুমিয়ে সে দেখেছিল একা
সে স্বপ্ন হয় যেন সকলের দেখা
তাই কি-না শোনালো সে নতুন এক সুর
সে তো ছিল মুক্তির রাজপুত্তুর-
দেখেছিল পাখি আর শুনেছিল গান
শুনেছিল উত্তাল ঢেউ কলতান
শুনেছিল কৃষকের-রাখালের গাথা
ছুঁয়েছিল মানুষের দুচোখের পাতা
বুকে মেঘ জমেছিল-হৃদয়ের দুপুর
রোদেলা দিনের সেই রাজপুত্তুর-
মায়ের আঁচল ছেড়ে স্নেহ-মায়া ভুলে
এসেছিল রাজপথে দুয়ারটা খুলে
খুঁজেছিল আমাদের বিজয়ের তিথি
তুচ্ছ করেছে ভয়-মৃত্যুর ভীতি
সে তো ছিল আমাদের স্বপ্নমুকুর
কালের আরাধ্য সে রাজপুত্তুর-
একদা সে পাল তুলে ধরেছিল হাল
আঁধারের বাঁধ ভেঙে এনেছে সকাল
দৈত্য-দানোর সাথে লড়াইয়ে মাতে
টকটকে সূর্যকে পেতে চায় হাতে
উত্তাল ইতিহাস সেই একাত্তুর
বজ্রমুখর সেই রাজপুত্তুর-
অবশেষে মেঘ কেটে আকাশ উজ্জ্বল
দানবের পরাজয়ে খুশি কোলাহল
শোকে-দুঃখে আনন্দে নতুন এক দেশ
ঘ্রাণে-গানে, প্রাণে-প্রাণে সুখের আবেশ
জাগালো সে আমাদের এ নিদ্রাপুর
অনন্তকালের সেই রাজপুত্তুর।