জন্মদাতা : নাসরিন খান পাঠান


জানি না কিছু বাঙালির

বাংলার জন্মদাতাকে,

জাতির পিতা মানতে বলতে

আপত্তি শুনি প্রায় মুখে।

এক পিতা যেমন সদ্যজাত শিশুকে

সুরক্ষিত রাখেন আগলে বুকে,

সন্তানের মুখে হাসি ফুটায়

দাঁড়িয়ে মৃত্যুর সম্মুখে।

এমনি রেখেছেন জীবন বাজি

এই বাংলার মানুষের জন্য,

নিজের জন্য কিছুই ভাবেননি

একটি স্বাধীন দেশের স্বপ্নে।

যার নেতৃত্বে লাখো বাঙালি

প্রাণ দিয়েছেন অকাতরে বিলি,

যার অবদানে বাংলার আকাশে

পতাকা উড়াই সবাই মিলি।

সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে,

সালাম জানাই শ্রদ্ধা রেখে,

আমরা তাকে ভুলবো না কখনো

জীবন গড়বো তাঁর আলোকে।

SUMMARY

2133-B3.jpg