বঙ্গবন্ধু – হে পিতা শুধু তুমি নেই॥ রওশন আরা নিপা

 
আজ থেকে ৯৫ বছর আগে কোন এক ভোরে– নাকি সন্ধ্যায়!

চন্দ্র সূর্যের বিচ্ছেদ বেলায় জন্মেছিল আমাদের পিতা!

সেই মহেন্দ্রক্ষনে আকাশে কি দেখা দিয়েছিল ধ্রবতারা?

নাকি সন্ধ্যাতারয় ঝলমলে আলোক বিচ্ছুরন –

অথবা

একটা ধুমকেতু আকাশের বুক বিদীর্ণ করে ছুটে গিয়েছিল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে

যেতে যেতে একটুকরো আলোক ফেলেছিল আমাদের ই জন্মভুমিতে

আর তারই চ্ছটায় কৃষক মাতার গরভে জন্ম হয়েছিল আমাদের মুক্তির দুত!

হে বঙ্গবন্ধু হে পিতা–

তোমার কৈশোর, তোমার যৌবন আর মধ্যম সময় –

সবটুকু গিয়েছে অন্ধকার কারাবাসে-

মুক্তির আনন্দের চেয়ে বেশী উদ্দেলিত ছিলে জয় বাংলার হুংকারে—

শুধু তুমি একজন আর তাঁর পিছনে লক্ষ কোটি জনতা —

একটি হুংকার অথবা ঝাপিয়ে পড়বার আহবান –

“যার যা কিছু আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়

এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম”


কি অবলীলায় মৃত্যুর  মিছিলে  দলে দলে

ছাত্র, শিক্ষক, কৃষক  , মাঝি কামার কুমোর—


তোমার মন্ত্রে , তোমার নামে –

তুমি তখন হায়েনার ছুরির নিচে

নিরভিক দৃপ্ত শুধু একটাই জপ—

জয় বাংলা—

তারপর একদিন তোমার স্বাধীন সোনার বাংলা , তুমি এলে বিজয়ের বেশে —

কিন্তু হায়েনার লালসা তখনও তীক্ষ্ণ দৃষ্টি —

যেঁ ভুমি তুমি জন্ম দিলে সেই ভুমিতেই তোমার তাজা রক্ত !


হে পিতা আজো এই ভুমি রক্তাক্ত নিত্যদিন–

তোমার ধরমনিরপেক্ষতার সোনার বাংলায় অবাধে মৌলবাদের আবাদ–

৭ কোটি বাঙ্গালী থেকে ১৬ কোটি জনতা-

শুধু তুমি নেই—

SUMMARY

2047-1.png