বঙ্গবন্ধু তোমার জন্ম না হলে
আমরা এমন একটি দেশ
খুঁজে পেতাম না,
১৭ ই মার্চ
আমাদের সেই দীপ্ত শুভদিন,
তোমার জন্মলগ্ন দিয়ে
তোমার ৯৫ তম জন্মদিনে
যতটা খুশী –
স্বাধীন বাংলাদেশ পেয়ে
তার চেয়ে ও ততাধিক
ভারাক্রান্ত উৎকণ্ঠা এ মন আমাদের
তোমার স্বপ্নের বাঙালীর বাংলাদেশ
হবে কি কখনো
তোমার অবর্তমানে?
তুমি শিহরন জাগিয়েছ
স্বপ্ন দেখিয়েছ
তুমি মাথা নত না করতে শিখিয়েছ
অন্যায়ের কাছে।
তুমি শিখিয়েছ ভালবাসা
তুমি শিখিয়েছ
শাসন বণ্টন
তুমি শিখিয়েছ
অধিকার আদায়ের আন্দোলন।
হে মুজিব
হে বঙ্গবন্ধু
এই শুভক্ষনে দাঁড়িয়ে
তোমাকে খুব বেশী
অনুভব করছি
আবার তুমি
ফিরে এসো তুমি,
ভুল প্রমানিত কর
রবি ঠাকুরের সেই কবিতা
সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী
রেখেছ বাঙালি করে মানুষ করনি।