দিকে দিকে বড় সোচ্চারে উচ্চারি উঠে এ কিসের ধ্বণি,
গগনে-পবনে ছুঁড়ে মুক্তির বাণী, সেই শক্ত মুঠার তর্জনী॥
মর্দের গর্জনে রে কেঁপে উঠে থরথর, সোহরাওর্দী উদ্যান,
ডরে মূর্ছি পড়ে ইয়াহিয়ার বুকে, পশ্চিমা আইয়ুব খাঁন ॥
২৬শে মার্চ, মার্চের অর্চিতে, যত চিত্তে চিত্তে লাগে আগ ।
২৫ এর প্রতিশোধ নিতে রে, শপথ নেয় যত বাংলার বাঘ ॥
ফুঁষে উঠে শোষিতের শাঁষনালী, ঐ নীল-কন্ঠ হয় ভারি,
লোহিতেরে জোশীতে, ঝলসে উঠে রক্তের শ্বেত-কান্ডারি।
ঘরে ঘরে গ্রামে-গ্রামে পৌঁছে গেল বঙ্গবন্ধুর উক্তির খাম,
“এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম”, স্বাধীনতার সংগ্রাম।।
লাঠি, বঠি, যার যা আছে তাই নিয়ে সবে হলো প্রস্তুত,
বুকের পাটাকে ঢাল বানিয়ে, হাতে পাঁয়ে লড়ে অদ্ভুদ !
আহা কে দেখে এই অকুতোভয়, বাংলার লড়াকু সৈনিক !
দিকে দিকে কামান বন্দুকে পাক বাহিনীরা ডরে গৌরিক,
বাঙালী খালি হাতে পায়ে দলে চলে শত্রুরে, একী নির্ভিক !