মুজিব মানেই বাংলাদেশ
চলে না তর্ক-যুক্তি
মুজিব নামে বাঙালী স্বাধীন
পরাধিনতার মুক্তি।
–
একটি আঙ্গুল স্বপ্ন দেখায়
কণ্ঠে মুক্তির চিৎকার,
শোষণ ভাঙতে তর্জনী তুলে
জানায় ভীষণ ধিক্কার।
–
মুজিব এক ভরসার নাম
শক্ত শিরদাঁড়া,
মুজিব নামে ঠিকানা পায়
সকল কূলহারা।
–
মুজিব আমার মুজিব তোমার
মুজিব সারা বাংলার,
মুজিব নামেই আলোর প্রভাত
কেটে যায় সব আঁধার।
ঘুমন্ত বিবেক উঠুক জেগে
বঙ্গবন্ধুর ডাকে,
লাল-সবুজে উড়তে দেখি
পিতার স্বপ্নটাকে।