হাজার বছরের তুমি শ্রেষ্ঠ বাঙ্গালী রতন
বাঙ্গালীর অহংকারের এক জাতির পিতা,
তুমি জন মনে মরোনি এখনো বেঁচে আছো
আজীবন থাকবে স্মরনের হৃদয়ে গাঁথা।
তুমি হলে প্রিয় বাংলাদেশের জন্মদাতা
স্বাধীনতার জন্য দরাজ কন্ঠের ঘোষক,
ত্রিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত,অর্জিত
স্বাধীন দেশেরই ছিলে একজন সু -শাসক।
তোমাকে দেখিনি কখনো আমি – অধম
অথচ, তোমাকেই অন্তরে খুব ভালোবাসি,
একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেলে
বাঙ্গালীর মুখে ফুটালে স্বাধীনতার হাসি।
ভুলিবনা কোনদিন তোমাকে হে বঙ্গবন্ধু
এই মনে,আকাশে -বাতাসে -তুমি থাকিবে,
বাংলাদেশ, যতদিন এই পৃথিবীতে বাঁচিবে
কৃতজ্ঞতার স্মরনে তোমাকেই মনে রাখিবে।
পনের- ই, আগষ্ট, উনিশ- পচাঁত্তর সালের
নির্মম হত্যাকান্ডের জন্য , জাতি লজ্জিত,
তোমাকে হারিয়ে,এবং তোমার পরিবারকে
হারিয়ে,সমগ্র বাঙ্গালী কান্নায় শোকাহত।
আজ তোমার জন্ম দিন ১৭ই মার্চ
তোমার আত্মার মঙ্গলে বিধাতায় হাত তুলি,
গভীর শোকে কাতর হয়ে তোমাকে জানাই
ভালোবাসার হৃদয় নিংড়ানো শ্রদ্ধাঞ্জলী।
স্মরণে আছো তুমি মরনের পরেও-
তোমার শুভ জন্ম দিনে মাগফেরাত কামনা করে
কবিতায় ভালোবাসা দিলাম উপহার।