হে পিতা চাইছি ক্ষমা- রওশনারা পারভীন (রুমা)


বঙ্গবন্ধু তুমি আমাদের প্রান্তরে ছিলে একদিন,
আজ নেই সশরীরে তবুও রয়েছ তুমি হৃদয়ের মাঝে সমাসীন।
এই প্রান্তরে এই জনপদে ছিলে মুখরিত,
জনসেবো করাতেই হৃদয় তোমার হত প্রীত।
তোমার জীবন ছিল সেবায় আর ত্যাগে মহীয়ান,
এ জাতির প্রাণে তুমি দিয়েছিলে মুক্তির গান।
মুক্তির সংগ্রামে এ বাঙ্গালি জাতির সাধনা
মহীয়ান হয়েছিল, তুমি ছিলে দীপ্ত প্রেরণা।
বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর,
তোমার বিদায়ে জাতি বেদনায় হয়েছে বিধুর।
হে উদার হে মহান ছিলে তুমি সরল, সুমন।
অসীম আবেগ নিয়ে সবাইকে ভাবতে আপন।
তোমার বাড়িটি ছিল অবারিত মুক্ত প্রাঙ্গন,
যে সুযোগ নিয়েছিল কলুষিত ঘাতক সকল।
যে ঘাতকেরা রয়ে যায় ধরণীর মিলন মেলায়,
মানুষেরা জানে সেটা সাবধান থাকে তারা তাই।
প্রেমের আধিক্যে তা মনে তুমি রাখনি সরল।
হে পিতা চাইছি ক্ষমা অধম এ গর্হিত পাপ
ক্ষমা তুমি দাও করে নয়ত যে বিধাতারও ক্ষমা
পাবনা আমরা ওগো বালা মুসিবত হবে জমা।
তোমার ক্ষমায় যাক ঘুঁচে সব কালো অভিশাপ।

SUMMARY

2038-1.gif