তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,
তোমার তরে জানাই হাজারো শ্রদ্ধাঞ্জালী।
তুমি ভাবনি কখনো নিজের কথা,
অন্যের কষ্টে নিজে পেয়েছ ব্যথা।
আমরা মনে করি তোমার কথা,
তুমি ছিলে সবার প্রিয় নেতা।
তোমার জন্যই হলো এ বাংলাদেশ,
তুমিই গড়ে ছিলে এ প্রিয় স্বদেশ।
তুমি চেয়েছিলে বাঙ্গালীদের মুক্তি,
কখনোই করোনি দখলদারদের ভক্তি।
তুমি ছিলে আত্মবিশ্বাসে বলিয়ান,
দেশের জন্য জীবন দিলে কোরবান।
তুমি সকল বাঙ্গালীর প্রেরনার উৎস,
তুমি ছিলে তোমার বাবার প্রিয় বৎস।
তুমি ছিলে সন্তানদের যোগ্য পিতা,
তাই তারা তোমার বুকে রাখতো মাথা।
যে নামে জাগে আশা,
দূর হয়ে যায় সব হতাশা।
বাঙ্গালীদের কষ্ট দূর করতে,
সবাইকে বলেছিলে অস্ত্র ধরতে।
যার কাছে যা কিছু আছে,
তাই নিয়ে প্রস্তুত থাকো যেওনা পিছে।
তুমি দিয়ে ছিলে দেশের স্বাধীনতার ডাক,
তোমার ডাকে বাঙ্গালীরা দিয়েছিল মুক্তির হাক।
তুমি দিলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা,
তুমি ছাড়া বলার কেউ সাহস রাখে না।
তুমি দিয়ে ছিলে বাংলাদেশের নাম,
এখনও রয়েছে তোমার কর্মের সুনাম।
তুমি ছিলে জনপ্রিয়, সাহসী ও কৌশলী নেতা,
অল্পে বলে শেষ করা যাবেনা তোমার সব কথা।