বঙ্গবন্ধুর জন্য


বঙ্গবন্ধুর জন্য

হে বঙ্গবন্ধু, জাতির জনক, পিতা আমার

তোমাকে দেখার জন্য তন্ময় হয়ে চেয়ে থাকি

সীমাহীন আকাশের দিকে

চাতক চাতকীদের ডানায় ডানায়।

আমার কাছে তোমার অনুপস্থিতি মানে

ফুসফুস জুড়ে বেদনার নিরন্তর গুঞ্জরণ

প্রতিটি রক্তকনিকায় তোমার ভরাট কন্ঠের

মৃত্যুহীন উচ্চারণ।

শুনেছি অনেক তোমাকে আমি

দেখেছি কি তোমার হিমালয় মনের চূড়া !

আমার জীবনের রন্ধ্রে রন্ধ্রে তুমি

কালবোশেখী সুর,ভালোবাসার তানপুরা।

আমার সমগ্র যৌবন কাটিয়েছি আমি

তোমার হিমালয়সম ব্যক্তিত্বের পাদদেশে

পৌঁছতে পেরেছি কি কখনও আমি

তোমার আধ্যাত্বিক চেতনার দেশে ?

পারিনি  পারিনি  পারিনি

যেমন পারিনি জানতে তোমার ব্যথার সমুদ্র।

হে বঙ্গবন্ধু, তুমি কি জানতে

তুমি ছিলে মানব জাতির মুক্তিপিয়াসী

গুচ্ছ মহামানব ?

তুমি ছিলে যুক্তি বুদ্ধি ও বিদ্রোহের উৎসব

তুমি আছ আমাদের মাঝে তুমি থাকবে তুমি ছিলে

মিশে আছ তুমি জীবনস্রোতের মিছিলে মিছিলে।

হে বঙ্গবন্ধু, তুমি মৃত্যুর চেয়েও বড়

মৃত্যুকে পেরিয়ে

আমাদের বুকে ছড়িয়েছ তুমি

জীবনের অমরতা

মৃত্যু উপত্যকার কৃষ্ণ গহ্বরে দাঁড়িয়ে দেখিয়েছ

মুক্তির ব্যাকুলতা।

আমরা নবীন আমরা কুঁড়ি

আমরা তোমারই ক্লোন

আমাদের হৃদয়ের খোলা প্রান্তরে তুমি

উন্মাতাল সাইক্লোন।

হে বঙ্গবন্ধু, মাঝে মাঝে মনে হয়

তোমার মাঝেই আমার হয়েছে ধারণ

আমার ভেতরে তাইতো তুমি বাস কর সারাক্ষণ

আমিও যে তোমার শক্তির সন্তান

পাইনি আমিও কি

তোমার টাইফুন ভালোবাসার দু’ফোঁটা তুফান ?

হে বঙ্গবন্ধু, জীবনে তুমি মৃত্যুকে করেছ আকন্ঠ পান

মুত্যু যে তাই তোমার জীবনেরই জয়গান

জীবনের স্লে­াগানে স্লোগানে তোমাকে আমরা খুঁজি

খুঁজে যাব চিরকাল

সংগ্রামে সংকটে আমাদের মাঝে তুমি

প্রশান্ত মহাসাগরের মত উত্তাল।

অনেক কন্ঠ শুনেছি জীবনে

দেখেছি দেখব জন্ম জন্মান্তরে বিচিত্র ফুলের প্রস্ফুটন

তবু কেন মন মৌ মৌ করে মুক্তির ঘ্রাণে

যতবার শুনি সেই কালজয়ী সাত-ই মার্চের ভাষণ।

অবিনাশী সেই ভাষণ শুনেই প্রথম জেগেছে মন

টর্নেডো যৌবন

তোমাকে দেখেই অনুভব করেছি প্রথম

নক্ষত্রের আলোড়ন

বয়ে যাচ্ছি নিরবে নিভৃতে

সাইবেরিয়ার শীতল দহন।

হে বঙ্গবন্ধু,আমরাও বেঁচে আছি তোমার জাগ্রত ঝংকারে

বেঁচে আছি  তোমার বজ্রকন্ঠের অনুরণনে

বেঁচে আছি তোমার অসীম ক্ষমায়

তোমার স্মৃতি-সৌধের কনায় কনায়।

বাংলার হে বন্ধু, জীবনে তুমি অনেককে দিয়েছ জীবন

নিপীড়িত মানুষের সাথে গড়েছ তুমি হৃদয়ের বন্ধন

জয় হোক মেহনতি মানুষের

কৃষক শ্রমিক কুলি আর দিনমজুরের

জয় হোক বাঙ্গালীর,  জয় হোক  বাংলার

জয় হোক তোমার অবিনাশী  মুক্তির সংগ্রাম।

SUMMARY

2032-1.png