মহান নেতা বঙ্গবন্ধু,
তোমায় আবার চাই.
জাহানারা খাতুন।
হে মহান নেতা, বঙ্গবন্ধু…
ক্ষমতার অহমিকায় নয়-
সাধারণ মানুষের মতো
জীবন চালিয়ে হয়েছো মহান।
ছিলে…
সহজ, সরল খাঁটি বাঙালি –
কথা-বার্তা, চিন্তা-চেতনায়
চলা-ফেরায় ছিলে বাংগালির আদর্শ।
ছিলে…
অতি আপনজন সকলের-
পাড়া-পড়শি, বন্ধু-স্বজন,
ও প্রানপ্রিয় জনগনের।
ছিলোনা…
তোমার হিংসা-বিদ্বেষ কিংবা বিভেদ ভালবাসার-
সকলের আপন হয়ে
ছিলে অতি কাছের ভালবাসায়।
ভালবেসেছো…
জীবন দিয়ে দেশ মাতাকে-
তাই ভালবাসার জোয়ারে ভেসেছো।
তুমি …
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী –
তোমায় পেয়ে গর্বিত আমরা –
গর্ব তুমি বাংলার।
তুমি…
ছিলে, আছো থাকবে চিরদিন
হৃদয় মাঝে বাঙালীর।
হে মহান নেতা…
তুমি ফিরে এসো-
আমরা তোমায় আরেকবার চাই।
মনে রেখো…
সারা বাংলা স্বরণ করে
তোমায় বিনম্র শ্রদ্ধায়
তুমি আছো চির অমর হয়ে
সকলের ভালবাসায়।
১৪ই আগস্ট, ২০১৮ইং