বাংলার বঙ্গবন্ধু -জাহিদ হাসান তুহিন


তুমি শুধু একটা দলের নেতা নয়
তুমি সারা বাংলার নেতা হে বঙ্গবন্ধু।
তোমারই নেতৃত্বে আজ বাংলা স্বাধীন
শত্রু কেড়ে নিতে পারেনি এক বিন্দু।

তুমি কষ্ট সহ্য করে,ছিলে কারাবন্দী
পরাজয় মেনে করনি তবু শত্রুর সাথে সন্ধি।
তোমারই কারণে বাঙালি পেয়েছে স্বাধীনতা
তাই মনের সুখে বলতে পারি বাংলা ভাষায় কথা।

হে বাংলার বঙ্গবন্ধু-
তুমি দেশ সাজাতে ছিলে যখন ব্যস্ত।
পরাজিত হায়েনারা কেড়ে নিল তোমার প্রাণ
আমি বাঙালি লজ্জিত,না দিতে পারায় তোমার প্রতিদান।

তুমি নেই তবু দেখি ফসলের মাঠে মাঠে
পদ্মা,মেঘনা,যমুনায় তোমার ছায়া প্রতিটি বাঁকে বাঁকে।
সবুজ প্রকৃতি দেখায় আমায় তোমার অবদান
পাখিরা আমায় তোমার স্বপ্নে সোনার বাংলা গড়ার করে আহবান।

তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
তোমাকে জন্ম দিয়ে,ধন্য তোমার মাতা।
তোমার অবদান স্বর্ণাক্ষরে পূর্ণ রবে
বাংলাদেশের ইতিহাসের পাতা।

SUMMARY

2016-1.png