বঙ্গবন্ধু স্বপ্নদ্রষ্টা স্বপ্নের মোদের নেতা
তুমি ছিলে বাংলার মহানায়ক নেতা।
তুমি মোদের স্বাধীনতার কারিগর
দেশকে করতে চেয়েছিলে রাজকীয় মহানগর
আত্মবিশ্বাসে ভরা আঁখি দুটো ছিল ডাগর।
স্বপ্ন দেখতেন শূণ্য উদ্যানে জন্মভূমি
জাগ্রত করলেন জনতাকে রক্ষা কর মাতৃভূমি,
স্বপ্নের পদচিহ্ন এঁকেছেন সর্বোচ্চ বেলাভূমি
মুষ্টিবদ্ধ তর্জনী স্বাধীন পতাকা দিলে তুমি।
পরাধীন জীবন হতে মুক্তির স্বাদে
দেহ মনে বিশ্বাস কেটে গেল কালো রাতে,
স্বাধীনতার বীজ ছড়িয়ে দিলে মায়ের হাতে
মা আঁচল দিয়ে চোখ মুছে চেয়ে রয় প্রভাতে।
রাজাকাররা হাত মিলালো হায়েনার হিংস্রতা
রক্তের লীলা-লাস্যে মেতে উঠল শুরু বর্বরতা,
এতো নীচু ছিলে ঘুমিয়ে ছিল মৌনতা
জেগে ছিল কালসাপের হীনমন্যতা।
ধিক্কার জানাই আজ আমি
লজ্জিত আপাদমস্তক নিচু আমি।
কেন সেদিন স্বপ্নকে আগলে দেয়নি ঠাঁই ?
তোমার সর্বনাশে ছিলাম আমিও যে দায়ী।
তুমি চলে গেলে মহানায়ক স্বপ্নদ্রষ্টা
শান্তি পাবে স্বর্গ দিবে তোমায় স্রষ্টা।