বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সেলিম সিকদার


তুমি ধন্য ! আমি ধন্য !
ধন্য বাংলার আকাশ ! ধন্য বাংলার বাতাস !
ধন্য বাংলার মাঠ,ঘাট ! ধন্য বাংলার সড়ক জনপদ
ধন্য সুজলা-সুফলা,শস্য-শ্যামলা
প্রাকৃতির সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ ।

ধন্য নিবিড় অরণ্য !স্রোতস্বিনী নদ-নদী ।
ধন্য শিলাময় উঁচু পাহাড় ও সবুজের সমারোহ ।
ধন্য গোপালগঞ্জ বাসী !
তোমার জন্ম হইল তাই
আমরা পেলাম স্বধীনতা ॥

হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তোমাকে জানাই হাজার হাজার সালাম ।
তোমার মত আর কেউ নাই বাংলায় সমান ।
তুমি তোমার সাব টুকু সুখ বিসর্জন দিয়ে,
বাংলার মানুষের পাশে এসে দাঁড়িয়ে ছিলে !
তাই আজও বাংলার আকাশে
বাতাসে তোমার নাম ভাসছে ।

যত দিন রবে পদ্মা,মেঘনা,যমুনা,কর্ণফুলী,
কপোতাক্ষ ও তিতাসসহ অনেক ছোট-বড় নদীর জল,
ততদিন বাঙালি গাইবে তোমার গুণগান ।
তুমি এনে দিয়ে ছিলে বাংলার স্বাধীনতা,
আজও রয়েছো সতরো কোটি বাঙালির হৃদয়ে গাঁথা ।

তুমি বাঙালির স্বাধীনতার জন্য রেসকোর্স
ময়দানে দিয়েছিলে ডাক
বাঙালি তার অধিকারের জন্য হইল উন্মাদ ।
পাকিস্তানিরা রাইফেল,ট্যাঙ্ক ও মেশিন গান দিয়ে
বাঙালি নিধনের জন্য গর্জে উঠেছিল !
বাঙালির হাতিয়ার হিসাবে বঙ্গবন্ধুকে পেলো ।

তবে কেনো বঙ্গবন্ধুকে হত্যা করা হইল !
তবে কেনো ধানমন্ডিস্থ বত্রিশ নাম্বারের
বাসভবনে স্বপরিবারসহ রক্তর বন্যায় ভাসলো ?
ভুলবেনা জাতি ! ভুলবেনা তোমার সন্তানরা !
তুমি শুধু বাংলাদেশ নয় ! বাঙালি জাতির অহংকার ।
তুমি ভাষা আন্দোলন করছো স্বাধীকর ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তুমি পাঁচ দিনের হরতাল শেষে
রেসকোর্স ময়দানে দিয়ে ছিলে ভাষণ ।
তোমার ডাকে ভরপুর রেসকোর্স ময়দান
ওই দিনের কথা ভুলবেনা তোমার সন্তানরা !
তুমি মহীয়ান ! তুমি বাংলার অবিসংবাদিত নেতা ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তোমার আদর সোহাগে লালিত পালিত
খন্দকার মোশতাকের মতো আরো আনেক সন্তান !
তারাই কেনো করল পনেরো আগষ্টে
তোমার গোটা পরিবারকে ধ্বংস !
জার্মানিতে থাকার সুবাদে দুই কন্যা বেঁচে রয় ।

তবুও ক্ষান্ত হয় নাই এই মীর জাফর
স্বভাবের নরপিশাচ হনাদার হয়েনা
একুশে আগষ্টে আবার করল গ্রেনেড হামলা !
আইভি রহমানের প্রাণের বিনিময় বেঁচে রয় শেখ হাসিনা ।
এই নৃশংস গ্রেনেড হামলায় অনেকে রক্ষা পেলোনা ;
আমাদের মাঝ থেকে হারিয়ে গেলে
আইভি রহমানসহ নাম না-জানা অনেক খাঁটি সোনা ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তুমি বৃষ্টি ! তুমি বাংলার মাটি !তুমি বাঙালির স্বপ্ন!
তুমি শহর,গ্রাম -গঞ্জের আবহমান
তুমি ছিলে পল্লীর দুখীনী জননীর সন্তান ।
তোমায় নিয়ে লিখবো আমি
সতরো কোটি মানুয়ের কবিতা ও জয়গান ।

SUMMARY

2014-1.png