দিন যায়,
ক্ষণ যায়,
সময় স্রোতের মত বয়ে যায়,
১৭ ই মার্চে তোমার কথা মনে পড়ে যায়।
হে বঙ্গবন্ধু,
তুমি বাংলার মর্যাদার সিন্ধু,
জাতি ভেদাভেদে রাখনি তুমি তফাৎ এক বিন্দু,
বাংলায় আছে যত বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হিন্দু।
তোরা সব কে কোথায় গেলি ?
রাস্তায় দেখ কি সুন্দর র্যালি !
আমি দেখি দু’চোখ মেলি,
উপরে পাখিরা যায় ডানা মেলি, হেলি-দুলি,
পুকুরে হাঁসগুলি সব করছে খেলা-খেলি,
আজ শিশুরা লাল, নীল ফুল এনেছে তুলি।
ঢাক বাজে, মাইক বাজে,
নানা ধরনের বাদ্য বাজে,
সানাইয়ের সুর যেন কানে এসে বাজে ।
আজ মন নেই কোন কাজে ।
আমি ধরি ছোট ছোট মাছ, নদীর বাঁকে বাঁকে,
আজ ১৭ ই মার্চ, যেন বলে উঠলো কে।
হঠাৎ পড়লো মনে খুশির এই দিন,
বন্ধুরা সব বলাবলি করে আজ শুভ জন্মদিন।
কে যেন বলল কার জন্মদিন ?
আমি বলি শুনুন সবে শুনুন দিয়া মন,
আছেন যত জ্ঞানী, গুণী, সাধারণ জনগণ।
আজ সেই দিন,
শুভ শুভ শুভ দিন, শুভ জন্মদিন,
আজ বঙ্গবন্ধুর শুভ জন্মদিন।
বাংলাদেশের শুভদিন, সবার খুশির দিন ।
দিন দিন এভাবে গেছে কত দিন,
পার হয়ে এলো আবার সেই বছরের দিন।
দিন দিন প্রতিদিন থাকি অপেক্ষমান,
হে বঙ্গবন্ধু, তুমি বাংলার গর্ব, বাংলার সম্মান।
গত বছর ছবিতে দেখেছি তোমায় এবছরও দেখি,
যেমনি ছিলে তুমি ঠিক তেমনি আছো দেখি ।
জানাই তোমায় সুরে মৃদু মৃদু হে স্বাধীনতার বন্ধু,
হ্যাপি বার্থডে টু ইউ বাংলার বন্ধু ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।