আমি বঙ্গবন্ধুকে নিয়ে লিখতে চাই
গাইতে চাই তার আদর্শের গুণগান,
আমি তার আদর্শে দেশপ্রেম খুঁজে পাই
খুঁজে পাই মানবতার মহৎপ্রাণ।
আমি বঙ্গবন্ধুকে নিয়ে ভাবতে চাই
বলতে চাই, ছিলে তুমি বাংলার কবি
আমি তোমার লেখা পড়তে চাই
তুমি পূর্ব বাংলার উজ্জ্বল রবি।
আমি বঙ্গবন্ধুর ছবি আঁকতে চাই
বলতে চাই, তোমার আত্মত্যাগের কথা
আমি জানতে চাই তোমার কথা
তুমি চাও বাঙালির মনের ব্যথা।